ভোলায় বেড়েছে আলু ও কাঁচা মরিচের দাম

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় বেড়েছে আলু ও কাঁচা মরিচের দাম
মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪



---

ছোটন সাহা ॥

নিয়মিত মনিটরিং হলেও ভোলার বাজারে অস্থিরতা থামছেই না। বাজারগুলোতে লাফিয়ে বাড়ছে আলু, কাঁচা মরিচ ও শসাসহ আরও কয়েকটি পণ্যের দাম। আলু ৩২ টাকার স্থলে ৪০ টাকা, মরিচ ৪০ টাকার স্থলে ৬০ বিক্রি হচ্ছে। এসব পণ্য একদিন আগে নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ করেই বেড়ে যাওয়ায় ক্ষোভ আর অসন্তোষ ক্রেতাদের। মঙ্গলবার (২ এপ্রিল) ভোলার কাঁচা বাজারে এমনি চিত্র দেখা গেছে।

ক্রেতাদের অভিযোগ, কোনো অজুহাত ছাড়াই ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো পণ্য বিক্রি করছেন। যারা নিু ও মধ্যবিত্ত তাদের অবস্থা খুবই নাজুক। বাজারের লাগামহীন অবস্থা দেখে অনেকেই হতাশা প্রকাশ করছেন। কেউ কেউ আবার বাধ্য হয়ে প্রয়োজনের তুলনায় কম পণ্য কিনে বাড়ি ফিরে যাচ্ছেন।

ক্রেতা নাজমা ও রাবেয়া বলেন, আলু ও কাঁচা মরিচের দাম অনেক বেশি। কোনো কারণ ছাড়াও নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি। আমরা যারা নিুবিত্ত রয়েছি তারা আয়ের সঙ্গে ব্যয়ের হিসেবে মেলাতে পারছি না।

আরেক ক্রেতা ডিনার বলেন, বাজারের সিন্ডিকেট ভাঙতে হবে। এই চক্রটি বাজার অস্থির করে তুলেছে।

এদিকে বাজার ঘুরে দেখা গেছে, সরকার যে ৩২টি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে। তার মধ্যে বেশিরভাগ পণ্যের বাজারে তার প্রভাব পড়েনি। এতে ক্ষুব্ধ হয়ে পড়েছেন ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

শুধু মরিচ নয় বেড়েছে বেগুন, আদা ও গাজরসহ কয়েকটি পণ্যের দাম। এগুলোর দাম আগের চেয়ে গড়ে ২/৩ টাকা হারে বেড়েছে। মাংসের বাজার স্বাভাবিক থাকলেও আকাশ চুম্বি সব ধরনের মাছের দাম।

ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, নিয়মিত বাজার মনিটরিং চলছে।

বাংলাদেশ সময়: ২৩:১৯:০২   ৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মিথ্যা মামলা থেকে অব্যাহতির দৌলতখানে দাবিতে মানববন্ধন
মনপুরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই জেলে ট্রলার ও জাল, ১০ লাখ টাকার ক্ষতি
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
তজুমদ্দিনে রাস্তা চওড়া করার নামে কাটা হবে ৮৫৬টি গাছ, সাধারণ মানুষের ক্ষোভ
ইডেন ছাত্রীর বিয়ের দাবীতে মিথ্যা অপপ্রচার থেকে মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন
সাময়িক বরখাস্ত হলেন বিএমইটি ভোলার সহকারী পরিচালক মোশাররফ হোসেন
মাদ্রাসাছাত্রীকে তালাবন্ধ করে পরিবারসহ প্রেমিক লাপাত্তা
বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি
জমিজমা বিরোধ কেন্দ্র করে ভাই ও ভাইর স্ত্রীর উপর হামালার অভিযোগ কমিশনার কবিরের বিরুদ্ধে
ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন



আর্কাইভ