আজকের ভোলা রিপোর্ট।।
ভোলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বৃদ্ধ নুরুল ইসলামকে কুপিয়ে হত্যা মামলার মূল আসামি তুষারকে বরিশাল থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে বরিশাল শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে গেল শনিবার ইফতারের পর অভিযুক্ত তুষার দেশীয় চাপাতি দিয়ে কুপিয়ে নুরুল ইসলামকে জখম করে। পরদিন ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা তুষারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
অভিযুক্ত তুষার এবং নিহত নুরুল ইসলাম ভোলা পৌর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নুরুল ইসলাম পেশায় দিনমজুর এবং তুষার পুলিশের সোর্স হিসেবে কাজ করতো।
ওসি জানান, অভিযুক্ত তুষারসহ আরও কয়েকজন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বৃদ্ধ নুরুল ইসলামকে দেশীয় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে উল্লেখ করে নিহতের স্ত্রী থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় তুষারকে প্রধান আসামি করা হয়েছে। মামলা হওয়ার পর পুলিশ বরিশাল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলমান আছে।
বাংলাদেশ সময়: ২৩:২০:২৮ ২৭১ বার পঠিত