ভোলার বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ ছাদেক মিয়ার দাফন সম্পন্ন

প্রচ্ছদ » জেলা » ভোলার বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ ছাদেক মিয়ার দাফন সম্পন্ন
শনিবার, ১৬ মার্চ ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদের বড় ভাই, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের পিতা, ভোলার বিশিষ্ট সমাজসেবী, উকিলপাড়া গোরস্থান মাদ্রাসার প্রতিষ্ঠা ও ইসলামি আন্দোলন ভোলা জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ছাদেক মিয়ার (৯৬) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ই মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ তিনি। তিনি দীর্ঘিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। ব্যক্তি জীবনে তিনি একজন সু-প্রতিষ্ঠিত ঠিকাদার হিসেবে সুনাম অর্জন করেন এবং তিনি ধর্মভীরু ও সদালাপী হিসেবে ভোলার মানুষের কাছে খুব পরিচিতি লাভ করেন। তিনি মৃত্যকালে স্ত্রী, তিন মেয়ে ও তিন ছেলে এবং অসংখ্য সহযোদ্ধা-শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন অসংখ্য শুভানুধ্যায়ী। তিন ছেলের মধ্যে কনিষ্ঠ পুত্র জামাল হোসেন লিটন ভোলা জেলা যুবদল সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১৪ই মার্চ) রাত সাড়ে ১০টায় যুগীরঘোল ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে শ্রদ্ধাজ্ঞাপণ করেন তার ছোট ভাই ভোলার বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, মাওলানা ইয়াসিন নবীপুরী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা তাজউদ্দীন ফারুকী ও মরহুমের কনিষ্ঠপুত্র জামালউদ্দিন লিটন। পরে জানাজা নামাজের ইমামতি করেন, মরহুমের জামাতা মাওলানা আতাউর রহমান মোমতাজি। জানাজায় দলমত নির্বিশেষে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজসেবী, সাংবাদিক, আইনজীবী ও আলেম ওলামাসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। জানাজা শেষে উকিলপাড়া গোরস্থানে রাত ১১টার সময় দাফন সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১:৩৫:৪০   ১২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


তজুমদ্দিনে সীমানা বিরোধের মামলায় ॥ ২১ বছর নির্বাচন বন্ধ মলংচড়া ইউনিয়নে
এবারও নির্বাচিত হলে আগের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করবো: মোশারেফ হোসেন
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
লালমোহনে ১২৬ কোটি টাকার বোরো ধান উৎপাদনের সম্ভাবনা
আনারস ও চশমা প্রতীকের প্রার্থী মোশারেফ- আজিজের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মটরসাইকেল ও উড়োজাহাজ মার্কায় ভোট চাইলেন ইউনুছ-পলাশ
ঝড়ে পড়ে যাওয়া মাদরাসা ঘর এক মাসেও মেরামত হয়নি
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি সেলিম আর নেই
তজুমদ্দিনের মেঘনায় চিংড়ি মাছের রেনু আহরনের আড়ালে চলছে নানান প্রজাতির মাছের পোনা নিধন



আর্কাইভ