ভোলায় শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
রবিবার, ১০ মার্চ ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব তৈরী করতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯মার্চ) সকালে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্ট হল রুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। লিড ব্যাংক হিসেবে অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন এবি ব্যংক লিমিটেড। অনুষ্ঠানের শুরুতে শহরের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ফাইন্যান্সিয়াল ইনকুশন ডিপার্টমেন্ট) মো. ইকবাল মোহসীন।

---

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. মোশারফ হোসেন, সোনালী ব্যাংকের ডিজিএম এন্ড এরিয়া হেড সরদার মো. জাহিদ হোসেন, রূপালী ব্যাংকের ডিজিএম এন্ড এরিয়া হেড মো. শফিকুর রহমান, জনতা ব্যাংকের ডিজিএম এন্ড এরিয়া হেড মো. খান আল মাসুদ রানা, অগ্রণী ব্যাংকের ডিজিএম এন্ড এরিয়া হেড মো. কামরুজ্জামান বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের এসইভিপি এন্ড চীফ বিজনেস অফিসার শওকত আজিজ।

দিন ব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ, কুইজ প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোনো ছাত্র-ছাত্রী যদি স্কুল ব্যাংকিং একাউন্ট করেন তাহলে পরবর্তীকালে সে ওই একাউন্ট ব্যবহার করতে পারবে। এছাড়াও ব্যাংকের একাউন্ট হোল্ডারধারী কোনো ছাত্র-ছাত্রী যদি বিদেশে লেখাপড়া করতে যায় তাহলে ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১:৫৪:৫৮   ৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


‘নকশী কাঁথা’ সেলাই করে ঘুরে দাঁড়ালেন ভোলার আমেনা খানম
ভোলায় ওমানিয়ান টুপি সেলাই প্রশিক্ষনের সার্টিফিকেট বিতরন
ভোলায় প্রাণীসম্পদ প্রদর্শনী ও উদ্যোক্তাদের মেলা অনুষ্ঠিত
ভোলায় অনুষ্ঠিত হলো প্রাণী প্রদর্শনী মেলা
চরফ্যাশনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী
বোরহানউদ্দিনে ফুটপাতে ঈদের জমজমাট কেনাকাটা
পথে পথে চাঁদাবাজি, ভোলার তরমুজচাষি ও ব্যবসায়ীরা বিপাকে
ভোলায় ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সম্মেলনে রূপালী ব্যাংক পিএলসিকে সর্ব শীর্ষে নিয়ে যাবার অঙ্গীকার
ভেজাল মসলা তৈরি: ভোলায় ২ কারখানাকে জরিমানা
ভোলায় বেড়েছে আলু ও কাঁচা মরিচের দাম



আর্কাইভ