চরফ্যাশনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী

প্রচ্ছদ » অর্থনীতি » চরফ্যাশনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী
শনিবার, ২০ এপ্রিল ২০২৪



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

প্রাণীসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চরফ্যাশন উপজেলায় দিনব্যাপী প্রাণিস¤পদ প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিস¤পদ অফিসের উদ্যোগে ও প্রাণিস¤পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিস¤পদ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বৃহ¯পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিস¤পদ অফিস সংলগ্ন মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পৌরসভার মেয়র এম মোরশেদের সভাপতিত্বে ও উপজেলা প্রাণীস¤পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রহমত উল্লাহর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম সৌরভ, উপজেলা খাদ্য কর্মকর্তা সিদ্দিক, সিপিপি কর্মকর্তা মেসবাহ, স্থানীয় কাউন্সিলর গিয়াস উদ্দিনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ মাঠপর্যায়ের প্রাণিস¤পদ উপ-সহকারী কর্মকর্তা ও প্রদর্শনে অংশগ্রহণকারিরা উপস্থিত ছিলেন। বেলা ১১টায় অতিথিরা বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করে অনুষ্ঠান উদ্বোধন করেন।

এসময় বক্তারা বলেন, খামারিদের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগীতায় ব্যাংক ঋণ দেয়া হলে উদ্যোক্তারা এগিয়ে আসবেন। একই সাথে এ প্রদর্শনী দ্বারা নতুন নতুন গবাদিপশু পাখির খামার এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে তরুণ প্রজন্মের শিক্ষিত বেকার যুবকদের গবাদিপশু পাখি পালনে এগিয়ে আসার আহবান জানান তারা।

দুপুরে গবাদিপশু পাখি প্রদর্শনে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান শেষ করা হয়।

বাংলাদেশ সময়: ২:০৬:৩৭   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলা জেলায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
তজুমদ্দিনে মৎস্যজীবিদের দুইদিনের প্রশিক্ষণ শুরু
ভোলায় সুধী সমাজের সাথে রিভারভিউ গ্রীনসিটি লিমিটেড’র মতবিনিময় সভা
ভোলায় চাদনী ফ্যাশন, এমপি ফ্যাশন ও মিরর বাই পাপিয়া চৌধুরী বিউটি পার্লারের জমকালো উদ্বোধন
চরফ্যাশনে নদীর কোরাল চাষ হচ্ছে পুকুরে
ভোলায় ক্ষুদ্র মৎস্যজীবি ৬০ পরিবার পেলো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা
আজ গ্রামীন জন উন্নয়ন সংস্থা ২৮ বছরে পদার্পন করলো
ভোলার শিল্প কারখানাগুলোতে গ্যাস সংযোগ দেয়া শুরু করলো পেট্রোবাংলা
কৃষি বিভাগের অবহেলায় বিপাকে সরিষা চাষিরা
চরফ্যাশনে ১৮ টাকার সিম হাতঘুরিয়ে বিক্রি করছে ৩৫টাকা



আর্কাইভ