মনপুরায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে দফায় দফায় রাতভর ত্রিমুখী সংঘর্ষ ॥ মেম্বার প্রার্থী-পুলিশসহ আহত অর্ধশতাধিক

প্রচ্ছদ » জেলা » মনপুরায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে দফায় দফায় রাতভর ত্রিমুখী সংঘর্ষ ॥ মেম্বার প্রার্থী-পুলিশসহ আহত অর্ধশতাধিক
বুধবার, ৬ মার্চ ২০২৪



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরা উপজেলায় ১নং মনপুরা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে রাতে বেলায় ভোট পাহারাকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান প্রার্থী, প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ও এক মেম্বার প্রার্থীর মধ্যে দফায় দফায় রাতভর ত্রিমুখী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক মেম্বার প্রার্থী, এক সহকারি পুলিশ পরিদর্শক ও এক কনস্টেবলসহ প্রার্থীদের অর্ধশতাধিক সমর্থক আহত হয়। এর মধ্যে গুরুত্বর আহত নয় কর্মী-সমর্থককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে এই সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় ভোটাদের মধ্যে আতংক বিরাজ করছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের চৌমুহনী বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফের বুধবার সকাল সাড়ে ১০টায় এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী খোরশেদ আলম, বদরুল আলম, আবদুর রহিম, মোঃ ফারুক, মোঃ মনজু, বাদশা, জাফর, মোঃ সোহাগ, মশু, শাহীন, শামীম, বাবুল, শামসু, রাসেদ, মিলন, কাইয়ুম, মিজান, কাদের, সাইদ, রাসেল, রফিক, তবারক আলী, জালাল আহমেদ, আবদুল গফুর, গেদু, মাহে আলম, বাবু, আনিসুলের নাম পাওয়া যায়। এদের সবার বাড়ি উপজেলার ১নং মনপুরা ইউনিয়নে বিভিন্ন গ্রামে।

ঘটনা ও প্রত্যক্ষ দর্শী একাধিক ব্যক্তির সাথে আলাপ করে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মনপুরা ইউনিয়নের চৌমুহনী বাজারে ভোট পাহারাকে কেন্দ্র করে ৪ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী খোরশেদ আলমের সমর্থকদের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লোকমান হাওলাদারের সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। পরে বর্তমান চেয়ারম্যান ও প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী আমানত উল্লা আলমগীরের সমর্থকরা এসে মেম্বার পদ প্রার্থীর সমর্থকদের সাথে যোগ দিলে হট্টগোল শুরু হয়। পরে দফায় দফায় রাতভর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মেম্বার পদপ্রার্থী, দুই পুলিশ সদস্য সহ প্রার্থীদের অর্ধশতাধিক সমর্থক আহত হয়। বুধবার সকালে রাতের সংঘর্ষের জের ধরে ফের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে মনপুরা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে প্রার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ফের পরদিন সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের দুই সদস্য আহত হয়।

ওসি আরও জানান, পুলিশ আহত হওয়ায় পুলিশ বাদী হয়ে চিহ্নিত ১৫জন সহ অজ্ঞাতনামা ৩ শত থেকে ৪ শত জনের নামে মামলা করা হয়েছে নিশ্চিত করেন ওসি।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করে প্রার্থীদের সর্তক করে নির্বাচনী আচরন বিধি মেনে ভোট করার নির্দেশনা দেন।

এই রির্পোট বিকেল ৫টায় লেখা পর্যন্ত ভোলা জেলা থেকে সার্কেল এসপি মাসুম বিল্লাহ এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশের একটি টিম মনপুরা এসেছে নিশ্চিত করেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৩০   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
আপনাদের আমানত ভাল পাত্রে জমা রাখবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ মিয়া
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার



আর্কাইভ