তজুমদ্দিন প্রতিনিধি ॥
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ভোলার তজুমদ্দিনে পিজি সদস্যদের দুইদিন ব্যাপী ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টায় প্রাণিসম্পদ হাসপাতালের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালা উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাহিদুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুল হক মুরাদ, সোনালী ব্যাংক তজুমদ্দিন শাখার ব্যবস্থাপক, লাইভ ষ্টোক ফিল্ড এ্যাসিষ্টেন্ট চন্দন কুমার দে, সবুজ গাইন প্রমুখ।
বাংলাদেশ সময়: ০:৩১:৫৫ ১৩৬ বার পঠিত