তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সূর্য উঠার সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে আটটায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পু®পস্তবক অর্পন করা হয়। এছাড়াও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। সকাল ১০টায় তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ও কুচকাওয়াজ পরিদর্শন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, উপজেলা নির্বাহীকর্মকর্তা শুভ দেবনাথ’র সভাপতিত্বে উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এমপি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে শান্তি কমিটির নেতা আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট নির্বাচিত করে বাংলাদেশের রাষ্ট্রপতির আসনকে কলংকিত করেছিল। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন দুলাল মিয়া, উক্ত অনুষ্ঠানে তজুমদ্দিনের বিভিন্ন সংগঠন ও স্তরের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:০৯:৪৪ ২০১ বার পঠিত