‘যখনই শাস্তি দিয়েছি, সবাই আমাকে শেষ করে দিয়েছে’

প্রচ্ছদ » খেলা » ‘যখনই শাস্তি দিয়েছি, সবাই আমাকে শেষ করে দিয়েছে’
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩



---

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের মিরপুর টেস্ট চতুর্থ দিনেই শেষ হয়েছে। যেখানে স্বাগতিকদের ৪ উইকেটে হারায় সফরকারীরা। ম্যাচটি শেষ হতেই গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

এসময় তিনি বলেন, ‘যে কোনো অনিয়ম নিয়ে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শাস্তির পথে হাঁটতো, তখন দেশের মানুষ এটাকে গ্রহণ করতো না। দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে। কেউ কি আমাদের সাপোর্ট করেছে কখনো, কোনো একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরে। আমরা অপেক্ষা করছিলাম। এই জাগরণটা উঠুক।’

ক্রিকেটের স্বার্থে কিছু কঠিন সিদ্ধান্ত নেবেন জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আপনাদেরকে কিছুদিন আগে বলেছি, এর আগেও বলেছি কিছু সিদ্ধান্ত নিতে হবে ক্রিকেট ভালো করতে গেলে, যেটা মানুষ পছন্দ করবে না। আমি জানি আমাকে ধুয়ে ফেলবে সবাই। নিতে তো হবে?’

এদিন মুশফিকুর রহিমের ইস্যুতে কথা বলতে গিয়ে বিসিবি যে কখনও সমর্থন পায়নি কারো কাছ থেকে সেটাও বলেছেন। পাপন বলেন, ‘এসব প্রতিবেদন এবারই প্রথম নয়। বিসিবি, কোচ, নির্বাচক, কিউরেটর, উইকেট কোনো কিছুই তো বাদ দেওয়া হয়নি। এবার তারা ক্রিকেটারদের নিয়ে শুরু করেছে। সিলেট টেস্টে আমরা নিউজিল্যান্ডকে হারানোর পর শত্রুরও খুশি হওয়া উচিৎ। কিন্তু এই জয়কেও বলা হচ্ছে লোক ভুলানো বা আইওয়াশ। তাদের উদ্দেশ্য একদম পরিষ্কার।’

বাংলাদেশ সময়: ১৮:১৮:৪৩   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলা ক্রিকেট একাডেমির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ভোলায় ক্ষুদে ফুটবলারদের দেওয়া হল সংবর্ধনা
ভোলায় অগ্রণী ব্যাংকের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত



আর্কাইভ