মনপুরায় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
রবিবার, ১২ নভেম্বর ২০২৩



---

মনপুরায় প্রতিনিধি ॥

ভোলা মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

শনিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন হাওলাদার ও উপজেলা যুবলীগের সম্পাদক মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে উপজেলা যুবলীগ।

পরে বাদ জোহর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ মনি, চরফ্যাসন-মনপুরার প্রয়াত সংসদ সদস্য অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে উপজেলা হাজিরহাট মার্কাস মসজিদ বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করে হাজিরহাট মার্কাস জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ ইউসুফ।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগের সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবলীগের সহসভাপতি আবদুল মতিন মাতাব্বর, নাছির কেরানি, যুগ্ম-সম্পাদক জাবেদ ফরাজী, যুগ্ম-সম্পাদক আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক বোরহানউদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক আবদুল্লাহ জুয়েল ও তথ্য ও প্রকাশ সম্পাদক নজরুল ইসলাম মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১:৩৮:২৭   ৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় ৭ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন
মনপুরায় এক রাতে কৃষকের ১৩ গরু চুরি
মনপুরায় আওয়ামীলীগ নেতার কান্ড ॥ কোটি টাকার সরকারি রাস্তার জমি দখল করে মার্কেট নির্মাণ
মনপুরা জেলেদের মাঝে বৈধ জাল বিতরন ॥ অবৈধ জাল ফুঁড়ানো
মনপুরায় ৪০ কেজি ওজনের দুই কোরাল মাছ ৪০ হাজারে বিক্রি
মনপুরা ৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন
মনপুরায় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মনপুরায় শিবিরকর্মী গ্রেফতার
মনপুরা উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

আর্কাইভ