
দৌলতখান প্রতিনিধি ॥
জমকালো আয়োজনে মধ্য দিয়ে ভোলার দৌলতখানে বাংলাদেশ যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজল মুকুল।
উপজেলা যুবলীগের আহ্বায়ক জোবায়ের হোসেন জাবুর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক হাসান মাহমুদের সঞ্চালনায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার সহ উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১:৩৯:২১ ৭৩ বার পঠিত