
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী ধনিয়া ইউনিয়ন পরিষদে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা চক্ষু ক্যাম্পের আয়োজন করে। রোগী দেখেন বরিশাল ইসলামিয়া ইস্পাহানি চক্ষু ইনিষ্টিটিউটের একদল বিশেষজ্ঞ চিকিৎসক। এই ক্যাম্পের মাধ্যমে ১৬৫ জন রোগীকে চোখের বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করা হয়। এবং ২৫জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও তাদের জন্য চশমা ও ঔষধের ব্যবস্থা করা হয়। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (লিগ্যাল ও কর্মসূচি) বিথী ইসলাম এই ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে দিক নির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ সময়: ১:৩৭:৪৪ ১০৯ বার পঠিত