
ফরহাদ হোসেন।।
ভোলার নবাগত জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সাথে ভোলা জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের হল রুমে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুল হক লিটু, অ্যাড. মোস্তাফিজুর রহমান, মোতাসিম বিল্লাহ, সোহেব হোসেন মামুন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, ভোলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো: সালাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মো: ইফতারুল হাসান শরীফ, সাবেক সভাপতি মো: ফরিদুর রহমান, মোহাম্মদ মহিবুল্যাহ মিয়া, সাধারণ সম্পাদক নুরুল আমিন নুরনবী, জেলা ও দাযরা জজ আদালতের পিপি সৈয়দ আশ্রাফ হোসেন লাভু, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হুমায়ুন কবির, সিনিয়র আইনজীবী, মাকসুদুর রহমানসহ জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।
বাংলাদেশ সময়: ২৩:১২:০৯ ১৭২ বার পঠিত