
ছোটন সাহা ॥
ভোলায় প্রথম চালু হল অনলাইন নার্সিং হোম সার্ভিস সেবা। সরকারি সেবার পাশাপাশি বেসরকারি পর্যায়ে ২৪ ঘন্টা এ সেবা কার্যক্রম পাবেন ভোলার মানুষ। এতে ভীষন আনন্দিত শহরের মানুষ। স্থানীয়রা মনে করছেন, পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তি সেবা নিতে জরুরী ইনজেকশন বা স্যালাইন পুশ করাতে ছুটতে হতো হাসপাতালে বা ক্লিনিকে। কিন্তু এথন ঘরে বসেই সেবাটি পাওয়া যাবে। এরমধ্যে ভোগান্তি বা বিরম্বনার হাত থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে।
শহরের কালিনাথ বাজারের মোল্লা ব্রীজ সংলগ্ন ‘ক্লিনিক বন্ধন হেলথ কেয়ার’ নামে একটি প্রতিষ্ঠান জনসাধারনের জন্য সুলভ মূল্যে এ সার্ভিসটি চালু করেছে। প্রাথমিক পর্যায়ে সদর উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে এ সেবা পাওয়া যাবে। পর্যায়ক্রমে জেলা জুড়ে চালুর চিন্তা রয়েছে প্রতিষ্ঠানটির।
প্রতিষ্ঠানে কর্মকর্তারা জানার, গত শুক্রবার (১ সেপ্টম্বর) এ সার্ভিসের উদ্বোধন করা হলেও অনুষ্ঠানিকভাবে নার্সিং সেবা চালু হলো। এখন থেকে নিয়মিত সেবা দেয়া হবে বলে জানান, প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাদ্দাম হোসেন।
তিনি বলেন, দক্ষ ও অভিজ্ঞ নার্সগন অসুস্থ্য রোগীদের সেবার সার্বক্ষনিক নিয়োজিত থাকবেন। আপাতত ৪জন নার্স দিয়ে সেবাটি চালু করা হলো।
এ সার্ভিসে প্রাথমিকভাবে যা যা পাওয়া যাবে মাতৃত্বকালীন সেবা, ছোট বড় সকলের ক্যানুলা পরানো, স্যালাইন এবং ইনজেকশন পুশ করানো, ক্যথেটার খোলা ও পরানো, সকল ধরনের ড্রেসিং, অকসিজেন সার্ভিস, নেবুলাইজেসন, প্যাথলজি সেম্পল কালেকশন, রাইস টিউব পরানো ও খোলা।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাদ্দাস হোসেন আরও লেনন, অসুস্থ প্রিয়জনের জন্য বাসায় নার্সিং-হোম সার্ভিসটি আমরাই প্রথম চালু করেছি। সুদক্ষ নার্স দ্বারা বন্ধন হোম সার্ভিস নার্সিং কেয়ার ভোলায় সার্বক্ষণিক বিশ্বস্ত নার্সিং সেবা দিয়ে যাবে।
এছাড়ারাও দীর্ঘদিন যাবত বিছানায় অবস্থানরত বা হসপিটালের অপারেশন আইসিইউ, সিসিইউ ও এনআইসিইউ ফেরত প্রিয়জনদের সার্বক্ষণিক সেবায় সুদক্ষ, ট্রেনিং-প্রাপ্ত নার্স দ্বারা নার্সিং-হোম সার্ভিস দিয়ে থাকি। আমরা মনে করি, আপনার প্রিয়জনের সকল দায়িত্ব ছেড়ে দিন আমাদের অভিজ্ঞ নার্সের হাতে। আমরা রয়েছি আপনাদের পাশে।
বাংলাদেশ সময়: ১৯:৩৬:৩৯ ১৩৬ বার পঠিত