ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলা শাখার উদ্যোগে ‘আশুরার তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা

প্রচ্ছদ » ইসলাম » ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলা শাখার উদ্যোগে ‘আশুরার তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা
রবিবার, ৬ আগস্ট ২০২৩



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় ইসলামী ঐক্য আন্দোলন জেলা শাখার উদ্যোগে ‘আশুরার তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) বাদ আসর ভোলা শহরের খলিফাপট্টি ফেরদৌস জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন, আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির, বিশিষ্ট লেখক গবেষক, বহু গ্রন্থ প্রণেতা ও দৈনিক আজকের ভোলা স¤পাদক আলহাজ্ব অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন।

ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলা শাখার নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের সদস্য, ভোলা বকুলতলা জামে মসজিদের খতিব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন, ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলা নির্বাহী সদস্য, অত্র মসজিদের খতিব ও ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মোঃ মুজির উদ্দিন।

অন্যানের মধ্যে আলোচনা পেশ করেন, ইসলামী ঐক্য আন্দোলনের জেলা জয়েন্ট সেক্রেটারি ও সদর উপজেলা আমির, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস এবং ভোলা উপজেলা জামে মসজিদের খতিব, মুফাসসিরে কোরআন মুফতি মাওলানা মোঃ আমিনুল হক নোমানী, ইসলামী ঐক্য আন্দোলনের জেলা অর্থ-সম্পাদক ও ইলিশা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, ভোলা কলঘাট জামে মসজিদের খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা কাজী শাহেদুল ইসলাম তালুকদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইসলামী ঐক্য আন্দোলনের জেলা নায়েবে আমির, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার সিনিয়র মুদাররিস ও ভোলা কোর্ট জামে মসজিদের খতিব, মাওলানা মোঃ মাকসুদুল্লাহ আমিনী।

আলোচনা সভায় বক্তাগণ ঐতিহাসিক আশুরার তাৎপর্য তুলে ধরেন এবং এ থেকে শিক্ষা নিয়ে একটি ইসলামী বিপ্লবের মাধ্যমে বাতিলের বিরুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দ্বীন কায়েমের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আন্দোলনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, ওলামায়ে কেরাম ও বহসংখ্যক মুসুল্লি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:৩৯:১০   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


বাইডেনের সাথে সেলফি তুলে আর মোদীর দোয়া নিয়ে ক্ষমতায় টিকা যাবে না: ভোলায় অধ্যাপক আশরাফ আলী
আজ ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ হাবিবউল্লাহ’র ৩য় মৃত্যুবার্ষিকী
ব্লগার আসাদ নূরের ফাঁসির দাবিতে ভোলায় শিক্ষার্থীদের মানববন্ধন
ব্লগার আসাদ নূরের সর্বোচ্চ শাস্তির দাবীতে চরফ্যাশনে বিক্ষোভ
ব্লগার আসাদ নুরের ফাঁসির দাবিতে ভোলায় বিক্ষোভ
ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলা শাখার উদ্যোগে ‘আশুরার তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা
মাদ্রাসা ছাত্র রেজাউল হত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল
মনপুরায় এমপি জ্যাকবের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ
ইমান আক্বিদা সংরক্ষণ ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি গঠন
ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিল সৌদি

আর্কাইভ