
মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরা-চরফ্যাসন আসনের সংসদ সদস্য ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের মমতাময়ী মা অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি। এমপি জ্যাকবের মায়ের সুস্থ্যতা কামনা করে মনপুরায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
বুধবার আছরের নামাজের পর উপজেলার হাজিরহাট এতিমখানায় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোশারেফ হোসেন মজনু ফরাজীর উদ্যোগে এই দোয়া ও মিলাদ পড়ানো হয়।
এই সময় দোয়া পরিচালনা করেন হাজিরহাট এতিম খানার পরিচালক ও ইমাম সমিতির সভাপতি মাও. মফিজুল ইসলাম।
দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোশারেফ হোসেন মজনু ফরাজী, হাজিরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাতাব্বর, ছাত্রলীগের সম্পাদক সুমন ফরাজী, ছাত্রলীগের সাবেক সম্পাদক শহীদ ফরাজীসহ এতিমখানার শতাধিক ছাত্ররা।
বাংলাদেশ সময়: ১:২৩:৩৪ ১১৪ বার পঠিত