আ’লীগকে হিংসা করে উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে চায় বিএনপি ॥ তজুমদ্দিনে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ

প্রচ্ছদ » জেলা » আ’লীগকে হিংসা করে উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে চায় বিএনপি ॥ তজুমদ্দিনে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ
শুক্রবার, ২৬ মে ২০২৩



---

শাহীন আলম মাকসুদ, লালমোহন ॥

আওয়ামী লীগ কে হিংসা করে বিএনপি, তাই ১৯৯৬ সালে আওয়ামীলীগের গৃহীত প্রকল্প কমিউনিটি ক্লিনিকগুলো ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছিল। আগামীতে আবারও যদি বিএনপি ক্ষমতার আসে তবে আওয়ামী লীগের গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ করে দিবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনা কে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন পানি স¤পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।

বৃহস্পতিবার দুপুরে ভোলার তজুমদ্দিন-লালমোহনে ১০৯৬ কোটি টাকায় ৩৪ কিঃমিঃ উপকূলীয় বাঁধ পুনর্বাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও তীর সংরক্ষণ (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের উদ্বোধন পরবর্তী তজুমদ্দিনে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আর দরিদ্র দেশ নেই, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, পৃথিবীর ১৫৪টি দেশের মধ্যে বাংলাদেশ ৩৫তম সমৃদ্ধশালী দেশ। শেখ হাসিনা সরকারের নের্তৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে পৌঁছানোর লক্ষ্য করা হয়েছে বলেও জানান তিনি।

জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, দীপজেলা ভোলাবাসীকে ভালোবাসেন বলেই এ অঞ্চলের উপকূল রক্ষায় হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে নদীর ভাঙন রোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর কাছে ভোলাবাসীর কৃতজ্ঞতার শেষ নেই।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মুজিবুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) নুরুল আলম, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শীলাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

 

বাংলাদেশ সময়: ০:৫০:৩৫   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নন পত্র জমা দিলেন ২০প্রার্থী
ভোলা-১ আসনে আ’লীগ থেকে মনোনয়নপত্র দাখিল করলেন তোফায়েল আহমেদ
ভোলা-৩ আসনে ৪র্থ বার নৌকার মনোনয়ন জমা দিলেন এমপি শাওন
ভেদুরিয়ায় ১৪ মাস ধরে জেলে নিখোঁজ, স্ত্রীর ধারণা গুম
ভোলায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত তোফায়েল আহমেদ
তফসিল বাতিল ও হরতালের সমর্থনে ভোলায় বিএনপির মশাল মিছিল
মহাতাবু জলসার মধ্য দিয়ে ভোলায় শেষ হলো তিনটি কাব স্কাউট বেসিক কোর্স
ভোলায় অলটারনেটিভ লার্নিং প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত
ভোলায় হত্যাচেষ্টা মামলায় ৪ জনকে কারাদন্ড
দৌলতখানে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ করলেন অধ্যক্ষ

আর্কাইভ