দৌলতখানে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

প্রচ্ছদ » জেলা » দৌলতখানে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩



স্টাফ রিপোর্টার ॥

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ভোলার দৌলতখান উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন হাওলাদারকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৪ মে) উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

নাজিম উদ্দিন হাওলাদার উপজেলার চরপাতা ইউনিয়নে চেয়ারম্যান পদের উপ নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি স্বতন্ত্রপ্রার্থী হিসেবে (আনারস) প্রতীক নিয়ে অংশ নিচ্ছেন।

মো. ফারুক হোসেন তালুকদার জানান, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নাজিম উদ্দিন হাওলাদার চরপাতা ইউনিয়নের উপ-নির্বাচনের প্রার্থী হন। বুধবার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

---

তিনি আরও জানান, আমরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাজিম উদ্দিন হাওলাদারের নির্বাচনে কোনো সহযোগিতা না করার নির্দেশ দিয়েছি। এছাড়াও নির্দেশ উপেক্ষা করে কেউ যদি নাজিম উদ্দিনের নির্বাচনে সহযোগিতা করেন তার বিরুদ্ধেও দলীয় সিদ্ধান্ত গ্রহণ নেওয়া হবে।

এ বিষয়ে নাজিম উদ্দিন হাওলাদার জানান, উপজেলা বিএনপির কোনো পদে নেই আমি। আগামীকালের নির্বাচনে অংশ নিচ্ছি। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে আমি চেয়ারম্যান হবো ইনশাআল্লাহ।

গত ২৩ জানুয়ারি দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান মো. কাজল ইসলাম তালুকদার মৃত্যু বরণ করায় পদ শূন্য ঘোষণা করা হয়। গত ১০ এপ্রিল ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ২৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

বাংলাদেশ সময়: ১:৪৬:৫৮   ১৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
আপনাদের আমানত ভাল পাত্রে জমা রাখবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ মিয়া
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার



আর্কাইভ