বিএনপি ঘরে না ফিরে রাস্তায় রাস্তায় থাকুক সেটাই ভালো ॥ ভোলায় পথসভায় তোফায়েল আহমেদ

আদিল হোসেন তপু ॥
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপিকে উদ্দেশ করে বলেন, রাস্তার আন্দোলনে দাবি বাস্তবায়ন হবে না। তাদের তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন কোনো দিন বাস্তবায়িত হবে না। তাদের দাবি বাস্তবসম্মত না। বর্তমান সরকারের সময়ই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ আবারো নির্বাচিত হয়ে দলীয় প্রধান শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করবেন। রোববার বিকালে ভোলার শিবপুর ইউনিয়নের রতনপুর বাজারে এক পথসভায় তোফায়েল আহমেদ এ কথা বলেন।

---

এ সময় তোফায়েল আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষের ওপর অত্যাচার বাড়ে, নির্যাতন করে। বিএনপির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সবাইকে এক কাতারে দাঁড়িয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে।
এ সময় তিনি ভোলার গ্যাস স¤পদের বিষয় তুলে ধরে বলেন, ভোলাতে পর্যাপ্ত গ্যাসের মজুদ রয়েছে। এখানে গ্যাসভিত্তিক শিল্পনগরী গড়ে তোলা হবে। ভোলা হবে বাংলাদেশের মধ্যে অন্যতম জেলা।
এ সময় তিনি ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের গুরুত্ব তুলে ধরে বলেন, ভোলা-বরিশাল ব্রিজ হয়ে গেলে আমরা পদ্মা ব্রিজ হয়ে দ্রুত ঢাকায় পৌঁছে যাবে এই এলাকার মানুষ। কত বাধা ছিল। সব বাধা অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পদ্মা ব্রিজ বাংলার মানুষকে উপহার দিয়েছেন।
আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের মানুষের জন্য কাজ করে বলেও জানান তোফায়েল আহমেদ। এ সময় তিনি দেশের এগিয়ে যাওয়ার তথ্য তুলে ধরে বলেন, আগামী ২০৪০ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। পরে তিনি শিবপুর শান্তিরহাট, ধনিয়া ইউপি পরিষদ চত্বর ও তুলাতুলিতে আরও ৩টি পথসভায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য দোয়া চান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মো. সফিকুল ইসলাম, দৈনিক বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মো. মনিরুল ইসলাম, ধনিয়া ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন কবির, জেলা শ্রমিক লীগ সভাপতি হারুন হাওলাদারসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।


এ বিভাগের আরো খবর...
ইসলামী ব্যাংক ঃ ব্যবসা ও জান্নাতের এক অভিযাত্রা ইসলামী ব্যাংক ঃ ব্যবসা ও জান্নাতের এক অভিযাত্রা
বর্তমানে টাকার অভাবে কোন মানুষ বিচার থেকে বঞ্চিত হয় নাঃ ভোলায় তোফায়েল আহমেদ বর্তমানে টাকার অভাবে কোন মানুষ বিচার থেকে বঞ্চিত হয় নাঃ ভোলায় তোফায়েল আহমেদ
২ ফেরি বিকল, ঘাটেই নষ্ট হচ্ছে অর্ধকোটি টাকার তরমুজ ২ ফেরি বিকল, ঘাটেই নষ্ট হচ্ছে অর্ধকোটি টাকার তরমুজ
ইলিশায় ধরা পড়ল ৬মণের শাপলাপাতা মাছ ইলিশায় ধরা পড়ল ৬মণের শাপলাপাতা মাছ
ভোলায় মার্কেটে আগুন লেগে ৩ দোকান পুড়ে ছাই ভোলায় মার্কেটে আগুন লেগে ৩ দোকান পুড়ে ছাই
দুর্গম চর এলাকায় প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত দুর্গম চর এলাকায় প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
লালমোহনে সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা ॥ যুবলীগ কর্মীকে মারধর লালমোহনে সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা ॥ যুবলীগ কর্মীকে মারধর
মহরী কামালের খুঁটির জোর কোথায়? ঘুষ না দিলে হয়না কোন কাজ! মহরী কামালের খুঁটির জোর কোথায়? ঘুষ না দিলে হয়না কোন কাজ!
ভোলায় মন্দির সেবাইতদের ৯ দিনের প্রশিক্ষণ শুরু ভোলায় মন্দির সেবাইতদের ৯ দিনের প্রশিক্ষণ শুরু
রাজাপুরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪ রাজাপুরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

বিএনপি ঘরে না ফিরে রাস্তায় রাস্তায় থাকুক সেটাই ভালো ॥ ভোলায় পথসভায় তোফায়েল আহমেদ
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)