ভোলায় চলছে দুদিনব্যাপী কবি গানের আসর

প্রচ্ছদ » জেলা » ভোলায় চলছে দুদিনব্যাপী কবি গানের আসর
শনিবার, ১২ নভেম্বর ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
জেলার উপজেলা সদরের বাপ্তা ইউনিয়নে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী গ্রাম-বাংলার ঐতিহ্য কবি গানের আসর। বাপ্তা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহাজন বাড়ির উদ্যোগে শত বছরের বেশি সময় ধরে বাড়ির প্রাঙ্গণের লক্ষ্মীমন্দির চত্তরে এই কবিগানের আসর হয়ে আসছে। এখানে পিরোজপুরের বিজন সরকার ও খুলনার কৃষ্ণপদ সরকারের দু’টি দল গান পরিবেশন করছেন। আর এমন লোকজ উৎসবে যোগ দিয়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত নারী-পুরুষ, যুবক-বৃদ্ধসহ প্রায় হাজারোধিক শ্রোতা-দর্শক। আগামীকাল শেষ দিন লোকসমাগম আরো বাড়বে বলে আয়োজকরা জানান।

---

আয়োজক কমিটির সদস্য দেবাংসু দে নিরব জানান, শত বছরের অধিক সময়ের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রতিবছর লক্ষ্মীপূজার কিছুদিন পর এই আয়োজন করা হয়। কিন্তু এ বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু বিলম্বে আসর বসেছে। আজ প্রথম দিনের জন্য দেড় হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আগামীকাল আড়াই হাজার মানুষের খাওয়ার আয়োজন রাখা হবে। আয়োজক কমিটি স¤পূর্ণ নিজস্ব অর্থায়নে এই আয়োজন করছে।
আয়োজক কমিটির অপর সদস্য সংকর চন্দ্র দে জানান, আমাদের পূর্বপুরুষরা এই গানের আসর বসাতেন। আমরা সেই সংস্কৃতিকে ধারণ করছি। এখানে আমাদের ধর্মীয় গানের পাশাপাশি সব শাাস্ত্রের কথাই বলা হয়। তাই সনাতন ধর্মেও মানুষের সাথে প্রচুর মুসলমান ধর্মের অনুসারীরাও এখানে গান শুনছেন। তবে এমন আয়োজন টিকিয়ে রাখতে স্থানীয় প্রশাসনের সহযোগীতার কথাও বলেন তিনি।কবি গানের আসরে আগত শ্রোতা লক্ষণ দাস ও কার্তিক সাহা বলেন, বর্তমানে আধুনিক যুগের যান্ত্রিক সভ্যতার ফলে এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। আমাদের এই সংস্কৃতি টিকিয়ে রাখা প্রয়োজন। তাই প্রতিবছরের মত এবছরও এসেছি গান শুনতে।
মূলত: বিকেল থেকেই গানের আসর জমে উঠে। সন্ধ্যার পর রীতিমত উৎসবে পরিণত হয় এই আসর।

বাংলাদেশ সময়: ০:১২:০৯   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নন পত্র জমা দিলেন ২০প্রার্থী
ভোলা-১ আসনে আ’লীগ থেকে মনোনয়নপত্র দাখিল করলেন তোফায়েল আহমেদ
ভোলা-৩ আসনে ৪র্থ বার নৌকার মনোনয়ন জমা দিলেন এমপি শাওন
ভেদুরিয়ায় ১৪ মাস ধরে জেলে নিখোঁজ, স্ত্রীর ধারণা গুম
ভোলায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত তোফায়েল আহমেদ
তফসিল বাতিল ও হরতালের সমর্থনে ভোলায় বিএনপির মশাল মিছিল
মহাতাবু জলসার মধ্য দিয়ে ভোলায় শেষ হলো তিনটি কাব স্কাউট বেসিক কোর্স
ভোলায় অলটারনেটিভ লার্নিং প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত
ভোলায় হত্যাচেষ্টা মামলায় ৪ জনকে কারাদন্ড
দৌলতখানে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ করলেন অধ্যক্ষ

আর্কাইভ