লালমোহনে কীটনাশক পানের পর গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রচ্ছদ » জেলা » লালমোহনে কীটনাশক পানের পর গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
শুক্রবার, ৪ নভেম্বর ২০২২




লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় কীটনাশক পানের পর গলায় ফাঁস দিয়ে মো: রিয়াজ উদ্দিন (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় লালমোহন উপজেলা ধলীগৌর নগর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের তেগাছিয়া গ্রামের আব্দুল লতিফ দালাল বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
রিয়াজ মো: নুরুল হকের ছেলে এবং এক সন্তানের জনক। তিনি চট্টগ্রামে একটি ফলের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
রিয়াজের স্ত্রী স্বর্পা জানান, তার স্বামী বৃহস্পতিবার বিকেলে হঠাৎ চট্টগ্রাম থেকে বাড়িতে আসে। তাদের মধ্যে কোনোরকম ঝগড়া-বিবাদ হয়নি। দাম্পত্য ও পারিবারিক জীবনে তারা সুখী ছিলেন বলে জানান তার স্ত্রী স্বর্পা ও তার বাবা নুরুল হক। তবে কী কারণে আত্মহত্যা করছেন তা নিশ্চিত করতে পারেনি পরিবার।

---

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে রিয়াজ চট্টগ্রাম থেকে প্রথমে শ্বশুরবাড়িতে যান। সেখান গিয়ে তিনি স্ত্রী ও ছেলেকে দেখে সন্ধ্যার দিকে নিজের বাড়িতে আসেন। বাড়িতে গিয়ে জানতে পারেন তার বাবা তাবলীগে লালমোহন গিয়েছেন এবং তার মা বাড়িতে নেই। তিনি বাড়িতে কাউকে দেখেতে পাননি। তার বাবা বাড়িতে এসে জানতে পারেন ছেলে চট্টগ্রাম থেকে এসেছে। ছেলেকে না পেয়ে প্রথমে ছেলের শ্বশুরবাড়ি এবং পরে পাশের আতœীয়দের বাড়িতে খোঁজ করেন। মধ্যরাত পর্যন্ত রিয়াজের কোনো খোঁজ পাননি তার বাবা ও স্বজনরা।
এরপর শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির সুপারি বাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ জানায়, রিয়াজ যে জায়গায় আত্মহত্যা করেছে সে জায়গা থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে এবং তার মুখ থেকে প্রচুর পরিমাণে কীটনাশকের গন্ধ বের হচ্ছে। ধারণা করা হচ্ছে, কীটনাশক পানের পর রিয়াজ আত্মহত্যা করেছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুবুর রহমান জানান, রিয়াজ নামের এক যুবকের কীটনাশক পানের পর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ভোলায় পাঠানো হবে।
তিনি আরো জানান, তার পরিবারের কোনো অভিযোগ নেই। কী কারনে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৫৮   ২৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
ভোলায় চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের প্রধান নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই ॥ পাঁচ কোটি টাকা ক্ষতি
সাময়িক বরখাস্ত হলেন বিএমইটি ভোলার সহকারী পরিচালক মোশাররফ হোসেন
‘নকশী কাঁথা’ সেলাই করে ঘুরে দাঁড়ালেন ভোলার আমেনা খানম
ভোলায় পানিতে ডুবে প্রাণ গলে দুই শিশুর
বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি
ফরিদপুরে দুই মুসলিম শ্রমিকের নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে



আর্কাইভ