গ্রীক দেবীর মূর্তি পুনরায় স্থাপনের প্রতিবাদে ভোলায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

প্রচ্ছদ » ইসলাম » গ্রীক দেবীর মূর্তি পুনরায় স্থাপনের প্রতিবাদে ভোলায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ
বুধবার, ১৪ জুন ২০১৭



---
এম মইনুল এহসান ॥
সুপ্রিম কোর্টের এ্যানেক্স ভবনের সামনে গ্রীক দেবী থেমিসের মূর্তি পুনরায় স্থাপনের প্রতিবাদে ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা।
মঙ্গলবার যোহরবাদ ভোলা সদরের মহাজন পট্টি বড় মসজিদের প্রাঙ্গনে ঐতিহাসিক বদর দিবসে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী গ্রীক দেবী থেমিসের মূর্তি পুনরায় স্থাপনের প্রতিবাদে ভোলা জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা তাজউদ্দিন ফারুকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলার যুগ্ম-সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ভোলা সদর থানার সাধারন সম্পাদক মুফতি আবদুল মমিন, ইসলামী যুব আন্দোলনের সম্পাদক হাফেজ মো: ইব্রাহিম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি সৈয়দ মো: ইমরান।
বক্তারা বলেন, আজ ঐতিহাসিক বদর দিবস। হিজরী ২য় সনের এই দিনে ঐতিহাসিক বদর প্রান্তে হুজুর পাক (স.) এর  নেতৃত্বে ৩১৩ জন মুজাহিদ আবু জেহেল, উতবা, শায়বা নেতৃত্বাধীন ১হাজার জনের বিশাল কাফের বাহিনীকে পরাজিত করে। এই বদর দিবসের চেতনায় উজ্বীবিত হয়ে আমরা চরমোনাই পীরের নেতৃত্বে সুপ্রিম কোর্টের প্রাঙ্গন থেকে মূর্তি উচ্ছেদ সহ এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করবো। বক্তারা বর্তমান সরকারের দু মুখী নীতির সমালোচনা করে বলেন, যেখানে বর্তমানে চালের দাম ৬০টাকা। গরীব মানুষ ঠিকমত দুবেলা ভাত খেতে পারছেনা, সেখানে সরকার কোটি-কোটি টাকা ব্যায় করে অকেজো মূর্তি স্থাপন করছে। এই সমস্ত অকেজো মূর্তি স্থাপন না করে জনকল্যানে ঐসমস্ত টাকা ব্যায় করলে এদেশের গরীব মানুষের অনেক উপকার হতো। বর্তমানে দেশে যতগুলো অকেজো মূর্তি আছে তার চেয়ে পাবলিক টয়লেটের সংখ্যা অনেক কম। এসকল মূর্তি অপসারন করে পাবলিক টয়লেট স্থাপন করলে জন সাধারন উপকৃত হবে, পরিবেশ ও ভালো থাকবে।
বক্তারা আরো বলেন বর্তমান সরকার ওয়াদা দিয়েছিলো মূর্তি অপসারন করবে। কিন্তু রমজানের পূর্বে মূর্তি অপসারনের নাটক করে পুনরায় গ্রিক দেবীর মূর্তি স্থাপন করে সরকার ওয়াদার বরখেলাপ করেছে। বাংলাদেশের মানুষকে ধোকা দিয়েছে। সরকার যদি আচিরেই এই মূর্তি অপসারন না করে তাহলে সরকার অপসারনের ডাক দেওয়া হবে।
বিক্ষোভ শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি সদর রোড প্রদক্ষিন করে নতুন বাজার চত্বরে এসে দোয়া মুনাজোতের মাধ্যমে শেষ হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ভোলা পৌর শাখার সভাপতি মাওলনা আতাউর রহমান মোমতাজি, সাধারন সম্পাদক হাফেজ আবদুর রব, ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি আবদুল বারেক, সম্পাদক মাওলানা গোলাম মোর্শেদ, ইসলামি আন্দোলন ভোলা জেলা প্রচার সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাওলানা মো: সোয়াইব, ইশা ছাত্র আন্দোলনের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৪১   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের আলোচনা সভা
ফরিদপুরে দুই মুসলিম শ্রমিকের নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ
ভোলায় ইসলামী আন্দোলনের পক্ষে থেকে ঈদ সামগ্রী বিতরণ
সৌদি আরবের সাথে মিল রেখে ভোলায় ঈদের নামাজ অনুষ্ঠিত
ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলায় ‘সৃষ্টির সেবা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আঞ্জুমান মুফিদুল ইসলাম ভোলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী বাসু দাসের সর্বোচ্চ শাস্তি দাবি
রাসূল (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ মিছিল



আর্কাইভ