বোরহানউদ্দিনের দেউলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর নৌকার কর্মীদের হামলা ॥ আহত-২৫

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনের দেউলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর নৌকার কর্মীদের হামলা ॥ আহত-২৫
বুধবার, ৮ ডিসেম্বর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আসাদুজ্জামান বাবুলের নির্বাচনী প্রচারণায় নৌকা প্রতিকের একদল সন্ত্রাসী বাঁধা ও হামলা চালিয়েছে। বুধবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় অন্তত ২৫জন আহত হয়েছেন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ এদের মধ্যে বেশ কয়েকজন বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

---

স্থানীয় সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার দেউলা ২নং ওয়ার্ডে বুধবার সকাল ১১টায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কর্মী-সমর্থকদের নিয়ে আনারস প্রতীকের প্রচারণায় নামেন বাবুল। ২নং ওয়ার্ডের তালুকদার বাড়িতে প্রবেশ করে প্রচারণা চালায় এবং লিফলেট বিতরণ করেন। এক পর্যায়ে বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ ইকবাল তালুকদারের বাসায় প্রচারণার লক্ষ্যে বৈঠক করেন। ওই ঘর থেকে বের হলে শাহজাদা তালুকদারের ৫০-৬০ জনের একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র রাম দা, বগি দা এবং লাঠি-সোঠা নিয়ে বাবুল ও তার কর্মী-সমর্থকদের উপর হামলা চালায়। এতে বাবুল সহ তার ২০ থেকে ২৫ জন কর্মী আহত হয়।
এ ব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান বাবুল বলেন, নৌকা প্রার্থী শাহজাদা তালুকদারের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে আমার কর্মীদের উপর হামলা চালায়। এটা একটা পরিকল্পিত হামলা।
নৌকা প্রতীক পদপ্রার্থী শাহজাদা তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ভোলা সদরে ছিলেন। তার ৩-৪ জন সমর্থক আহত হয়েছে বলেও তিনি দাবী করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির বিপিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৩৪   ৬০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


পশ্চিম ইলিশায় অন্যের কবরস্থানে জেলা পরিষদের নেমপ্লেট লাগিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা : বাধা দেয়ায় ১জনকে পিটিয়ে জখম
মিথ্যা মামলা থেকে অব্যাহতির দৌলতখানে দাবিতে মানববন্ধন
মনপুরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই জেলে ট্রলার ও জাল, ১০ লাখ টাকার ক্ষতি
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
তজুমদ্দিনে রাস্তা চওড়া করার নামে কাটা হবে ৮৫৬টি গাছ, সাধারণ মানুষের ক্ষোভ
ইডেন ছাত্রীর বিয়ের দাবীতে মিথ্যা অপপ্রচার থেকে মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন
সাময়িক বরখাস্ত হলেন বিএমইটি ভোলার সহকারী পরিচালক মোশাররফ হোসেন
মাদ্রাসাছাত্রীকে তালাবন্ধ করে পরিবারসহ প্রেমিক লাপাত্তা
বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি
জমিজমা বিরোধ কেন্দ্র করে ভাই ও ভাইর স্ত্রীর উপর হামালার অভিযোগ কমিশনার কবিরের বিরুদ্ধে



আর্কাইভ