চরফ্যাশনে পাওনা টাকা চাওয়ায় হামলার অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে পাওনা টাকা চাওয়ায় হামলার অভিযোগ
বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১



---

চরফ্যাশন প্রতিনিধি:

পাওনা টাকা চাওয়ায় চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের রহিম মাঝির হামলায় মৃত্যু শয্যায় কর্মকার রবিন্দ্র সরকার (৪৫)। বৃহস্পতিবার (৮জুলাই) বেলা ১২টায় পৌর ৫নংওয়ার্ডের শরীফপাড়ায় কর্মকারপট্টিতে এঘটনা ঘটে বলে ভূক্তভোগী পরিবারের অভিযোগ। এঘটনায় আহত ওই কর্মকারকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশাল সদও হাসপাতালে রেফার্ড করেন বলে আহতের ছেলে হৃদয় জানান। হৃদয় অভিযোগ করে বলেন, আমার পিতার সাথে মেঘনার জলদস্যু ও ত্রাস হিসেবে পরিচিত ঢালচরের রহিম মাঝির সঙ্গে ট্রলারের এ্যাংকর/ গ্রাফির ব্যবসা ছিলো। লেনদেনের সর্বশেষ ২২হাজার টাকা দীর্ঘ ৪বছর ধরে দিচ্ছেনা। আজ তাকে বাজারে দেখে ডেকে দোকানে ডেকে আনলে লেনদেনের বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রহিম মাঝি ও তাঁর যামাতা মাকসুদ এবং ছেলে রাকিবসহ অন্তত ১০জন একত্রিত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় রহিম মাঝি ও তার ছেলে এবং যামাতা দোকান থেকে দা’সেনি ও লোহার রোড নিয়ে হামলা আমার পিতা রবিন্দ্র সরকারকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত নীল ফোলা জখম করে। এসময় হামলাকারিরা আমাদের দোকান থেকে ব্যবসার জন্য গচ্ছিত প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়। এঘটনায় রহিম মাঝি বলেন, কর্মকার রবিন্দ্রের সঙ্গে আমাদের অনেক বছরের ব্যবসায়ীক লেনদেন রয়েছে। তাঁর কাছে এ্যংকর কিনতে গেলে সে দাম বেশি চায় এবং পুরনো বকেয়া ৭হাজার টাকা পরিশোধে চাপ দেয়। এ নিয়ে বিতর্কের এক পর্যায়ে কর্মকারের ছেলেরা আমাদের উপর হামলা করলে ধস্তাধস্তির মধ্যে রবিন্দ্র আহত হয়েছে। তবে লুটপাটের অভিযোগ সম্পূর্ণ অসত্য। এঘটনায় ভূক্তভোগী পরিবার চরফ্যাশন থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান আহতের স্বজনরা।

বাংলাদেশ সময়: ২০:০৪:১৮   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


পুত্র মোস্তাফিজুর রহমানের অত্যাচারে অতিষ্ট হয়ে মায়ের সংবাদ সম্মেলন
এমপির নাম ভাঙ্গিয়ে প্রার্থীদের হুমকি ধামকি ॥ আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ
তজুমদ্দিনের মেঘনায় চিংড়ি মাছের রেনু আহরনের আড়ালে চলছে নানান প্রজাতির মাছের পোনা নিধন
লালমোহনে শিশুকে অপহরণের পর ৫ লাখ টাকা দাবি, অতঃপর…
নেয়ামতপুর চরে ভূমি মালিকদের উপর ভূমিদস্যুদের হামলা ॥ গুরুতর আহত ২৫
চরফ্যাশনে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে
বাপ্তায় জমি সংক্রান্ত বিরোধে এতিম সন্তানের উপর হামলা
‘টাকা পেলেই ভাতা করার দায়িত্ব নেন দফাদার’
চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ১



আর্কাইভ