করোনাভাইরাস সংক্রমণরোধে উপকূলীয় এলাকায় কাজ করছে নৌবাহিনীর

প্রচ্ছদ » জেলা » করোনাভাইরাস সংক্রমণরোধে উপকূলীয় এলাকায় কাজ করছে নৌবাহিনীর
শনিবার, ৩ জুলাই ২০২১



আজকের ভোলা রিপোর্ট: 

দেশে করোনাভাইরাস সংক্রমণরোধে (কোভিড-১৯) নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে উপকূলীয় জেলা প্রশাসনের সহায়তায় ভোলায় কাজ করছে নৌবাহিনীর কন্টিনজেন্টগুলো। কঠোর লকডাউনের তৃতীয় দিনে শনিবার (৩ জুলাই) সকাল থেকেই  ভোলার  মাঠে নেমেছে  নৌ-বাহিনী, পুলিশ, বিজিবি।সকাল থেকে শহরের  বাংলা স্কুল মোড় থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে লকাডাউন মানতে মাইকিং করছে  নৌবাহিনী। একই সাথে শহরজুড়ে টহল দিচ্ছেন। এছাড়াও পথে পথে পুলিশের চেকপোস্টে পথচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লকডাউন মানতে কঠোর হুশিয়ারি দিয়ে সতর্ক করেছেন  ভোলার  জেলা প্রশাসক ও পুলিশ সুপার।উল্লেখ্য,বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্যে সমুদ্র ও উপকূলীয় এলাকায় কাজ শুরু করেছে নৌ বাহিনীর  ১ টি কন্টিনজেন্ট । জেলার ৭টি উপজেলায়  ২২ জনের  নৌ সদস্যের টিম দ্বীপ জেলা ভোলায় কাজ করছে। উপকূলীয় এলাকাগুলোয় টহল ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

---

ভোলার জেলা প্রশাসক তৌফিক ই-লাহি চৌধুরী বলেন,ভোলার কঠোর ভাবে লক ডাউন পালন করা হচ্ছে। প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ১৩ টি মোবাইল টিম কাজ করছে।কোন কারণ ঘর থেকে বের হলে কোন ছাড় দেয়া হচ্ছে না। যৌক্তিক কারণ দেখাতে না পারলেই চলছে মোবাইল কোর্ট ডেকে জরিমানা করছে। শহরের প্রবেশদ্বার ও বর্হিগমণ পথে বসনো হয়েছে পুলিশের চেকপোস্ট। সাথে বিভিন্ন স্থানে রয়েছে নৌবাহিনী, র‌্যাব, আনসার ও  বিজিবির টিম। এ পর্যন্ত গত দুইদিনে ২৪১ টি মামলায় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, পুলিশকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। পাশপাশি সতর্কও থাকতে বলা হয়েছে যে কোন বিপদগ্রস্ত মানুষ যেন হয়রানির শিকার না হয়। আবার লকডাউন আইন অমান্যকারিকে কোন ছাড় দেয়া না হয়।নৌ-বাহিনী লে.কমান্ডার তানজিম জানান, ১ জুলাই থেকে সরকারের নির্দেশে নৌবাহিনীর কন্টিনজেন্টগুলো কাজ করছে। আমরা জনগনকে সচেতন করছি যেন বিনাপ্রয়োজনে ঘরথেকে না বের হয়। আমরা চেষ্টা করছি জনগনের পাশে থাকার। সবাইকে উদ্বোধ করতে শহর থেকে গ্রামে ছুটে যাচ্ছি সবাইকে সচেত করার জন্য।  সবাই জেনো মাস্ক পরিধান করে ও একই সাথে সামাজিক দূরুত্ব বজায় রাখেন।

বাংলাদেশ সময়: ১৪:০৫:৫২   ৫০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
আপনাদের আমানত ভাল পাত্রে জমা রাখবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ মিয়া
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার



আর্কাইভ