সক্রিয় প্রতারকচক্র : অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন

প্রচ্ছদ » সম্পাদকীয় » সক্রিয় প্রতারকচক্র : অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন
সোমবার, ১২ জুন ২০১৭



সংঘবদ্ধ প্রতারকচক্র দেশজুড়ে প্রতারণার জাল বিস্তার করেছে। বেকার তরুণ জনগোষ্ঠীকে টার্গেট করে গড়ে উঠছে প্রতারণার একেকটি প্রতিষ্ঠান।
অল্প বিনিয়োগে ব্যবসা, চাকরি লাভ থেকে শুরু করে নানাভাবে প্রতারণা করা হচ্ছে। চাকরি দেওয়ার নামে জামানত নিয়ে সটকে পড়ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে পরিচয় দেওয়া প্রতারকরা। গার্মেন্ট ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার নামে নারীদের পতিতালয়ে বিক্রি করে দেওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশের অভিযানে এমন সংঘবদ্ধ একটি চক্রকে আটক করাও সম্ভব হয়েছে।
দীর্ঘদিন থেকেই সংঘবদ্ধ একাধিক প্রতারকচক্র রাজধানীসহ সারা দেশে সক্রিয়। তারা পত্রিকায় চটকদার বিজ্ঞাপন দিয়ে বেকার তরুণদের আকৃষ্ট করে। কিছুদিনের জন্য শহরের অভিজাত এলাকায় বাড়িভাড়া নিয়ে অফিস খোলা হয়। অফিস এমনভাবে সাজানো হয়, যাতে নতুন কেউ সেখানে ঢুকে প্রতারণার কলাকৌশল কিছুুই বুঝতে না পারে। এরপর লোভনীয় বেতনে চাকরির অফার দেওয়া হয়। শর্ত হিসেবে নেওয়া হয় জামানত। চাকরির নিয়োগপত্র দিয়ে অনেককে ঢাকার বাইরেও পাঠিয়ে দেওয়া হয়। তাদের অনেকে কিছুদিন চাকরি করতে পারে। আবার অনেক ক্ষেত্রে জামানতের টাকা দেওয়ার কিছুদিন পর সংশ্লিষ্ট অফিস ও কর্মকর্তাদের কাউকে খুঁজে পাওয়া যায় না। পত্রপত্রিকায় বিজ্ঞাপনের বাইরে বিভিন্ন পরিবহনে, রাস্তার দেয়ালে ও বিদ্যুতের খুঁটিতে লোভনীয় বেতনের চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়। এসব বিজ্ঞাপন দেখে সহজেই আকৃষ্ট হয় শিক্ষিত তরুণ বেকার শ্রেণি। অল্পদিনের মধ্যেই প্রতারণার শিকার হতে হয় তাদের। এমনকি ব্যবসা করার অফার দিয়েও প্রতারণার ঘটনা ঘটেছে।
এই সংঘবদ্ধ প্রতারকচক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করতে হবে। এর সঙ্গে প্রয়োজন সচেতনতা। দেশে বেকারের সংখ্যা বাড়ছে। উপযুক্ত চাকরি পাওয়া অনেকের জন্যই সৌভাগ্যের ব্যাপার। যে পরিমাণ শিক্ষিত উপযুক্ত তরুণ-তরুণী প্রতিবছর বেরিয়ে আসছে তার তুলনায় নিয়োগ হচ্ছে অনেক কম। ব্যবসা বা বিনিয়োগ করার ক্ষমতা সবার নেই। স্বাভাবিকভাবেই একটি চাকরি অনেকের কাছেই কাক্সিক্ষত। আবার এমন অনেককে পাওয়া যাবে, যাদের শিক্ষাগত যোগ্যতায় ঘাটতি আছে, কিন্তু তাদেরও চাকরি প্রয়োজন। এই সুযোগটিই কাজে লাগায় সংঘবদ্ধ প্রতারকচক্র। চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট করে বেকার তরুণদের। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ভবিষ্যতে প্রতারিতের সংখ্যা বাড়বে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৫৪   ৮১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সম্পাদকীয়’র আরও খবর


ডলার বাজারে অব্যাহত অস্থিরতা
ইন্টারনেট প্যাকেজ নিয়ে প্রতারণা
রাজনৈতিক সংলাপের তাগিদ : সমঝোতার বিকল্প নেই
বাজারে কারসাজি
নৌ দুর্ঘটনা রোধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করুন
চিকিৎসক ধর্মঘট: রোগীদের জিম্মি করে কর্মসূচি অনৈতিক
নৌযানে অগ্নিদুর্ঘটনা রোধে পদক্ষেপ নিন
ফিটনেসহীন নৌযান: ভোলা নৌপথে দ্রুত ব্যবস্থা নিন
চরফ্যাশনের ঢালচর বনের ঢাল কারা?
বাজারে ভোক্তাদের নাভিশ্বাস : সরকারি প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব দৃশ্যমান হচ্ছে না



আর্কাইভ