তজুমদ্দিনে গুচ্ছুগ্রামের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে গুচ্ছুগ্রামের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ
শনিবার, ২০ জুন ২০২০



তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিনে সোনাপুর ইউনিয়নে সরকারী গুচ্ছুগ্রামের চলাচলের পথের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সরকারী জমি দখলের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
সুত্রে জানা গেছে, উপজেলার সোনাপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রচ্ছুগ্রামের বসবাসকারীদের যাতায়াতের পথের  জায়গা দখল করে দোকান ঘর উত্তোলন করছেন একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মোঃ সফিজলের ছেলে মোঃ শাহিন। গুচ্ছুগ্রামের বাসিন্দা নেজামল হক দখলদার শাহিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছেন।

---
সরজমিনে গিয়ে দেখা যায়, গুচ্ছুগ্রামের দখল করা জায়গায় দোকান ঘর নির্মাণের কাজ করছেন কাঠ মিন্ত্রীরা। কাজের কাছে শাহিন উপস্থিত না থাকলেও শাহিনের পিতা সফিজল ও ভাই আল-আমিন উপস্থিত থেকে কাজ করাচ্ছেন। সরকারী জায়গায় কিভাবে দোকান ঘর তোলার বিষয়ে জানতে চাইলে শাহিনের পিতা সফিজল বলেন, গুচ্ছুগ্রামের লোকজন আমাদেরকে জায়গা দিয়েছে জানালেও কারো নাম বলতে পারেনি। তিনি আরো জানান, জাল, কাছিসহ বিভিন্ন মালামাল বিক্রয় করার জন্য দোকান ঘর নির্মাণ করছি। গুচ্ছুগ্রামের বাসিন্দা নেজামল হক থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ এসে শাহিনকে ঘর তুলতে নিষেধ করলেও সে শুনেনি। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শামছুদ্দিন বলেন, শাহিনদের দোকান ঘর তোলার জায়গাটি গুচ্ছুগ্রামের যাতায়াতের পথ। কে তাদের অনুমতি দিয়েছে তা আমার জানা নেই। তবে পুলিশ এসে নিষেধ করার পর কয়েকদিন কাজ বন্ধ ছিলো। সোনাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু জানান, এ বিষয়ে ইউনিয়ন পরিষদে কেউ অভিযোগ দেয়নি। গ্রাম আদালতে লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:২৮   ৫৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


এমপির নাম ভাঙ্গিয়ে প্রার্থীদের হুমকি ধামকি ॥ আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ
তজুমদ্দিনের মেঘনায় চিংড়ি মাছের রেনু আহরনের আড়ালে চলছে নানান প্রজাতির মাছের পোনা নিধন
লালমোহনে শিশুকে অপহরণের পর ৫ লাখ টাকা দাবি, অতঃপর…
নেয়ামতপুর চরে ভূমি মালিকদের উপর ভূমিদস্যুদের হামলা ॥ গুরুতর আহত ২৫
চরফ্যাশনে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে
বাপ্তায় জমি সংক্রান্ত বিরোধে এতিম সন্তানের উপর হামলা
‘টাকা পেলেই ভাতা করার দায়িত্ব নেন দফাদার’
চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ১
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০



আর্কাইভ