বোরহানউদ্দিনে নতুন কৌশলে প্রতারণা ॥ স্বর্ণালংকার হারিয়ে অসহায় পরিবার

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে নতুন কৌশলে প্রতারণা ॥ স্বর্ণালংকার হারিয়ে অসহায় পরিবার
সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২



আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥
প্রথমে কথা বলার কৌশলে গায়ে হাত দেয় প্রতারক চক্রটি। পরে তার ব্যাগের মধ্যে অনেক টাকার মালামাল রয়েছে বলে হেল্প করার জন্য বলেন ওই প্রতারক চক্রটি। এসব কথা বলে একটি ব্যাগ হাতে ধরিয়ে দেয় তারা। আর ব্যাগটি হাতে নেওয়ার পরে জ্ঞান হারিয়ে তাদের কথা মত সকল কাজ করে ভুক্তভোগীরা। তখনি এমন কৌশলে লাখ লাখ টাকার স্বর্ণসহ টাকা পয়সা হাতিয়ে নেয় ওই প্রতারক চক্রটি। এমন ঘটনা ঘটেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ২নং ওয়ার্ডের রুজিনা বেগম (৩৫)  নামক এক নারীর সাথে। গত রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

---

ভুক্তভোগী রুজিনা অভিযোগ করে বলেন, বাড়ি থেকে  ঔষধ কিনতে বোরহানউদ্দিন বাজারে আসি। হঠাত একটি যুবক বিনয়ের সাথে আমার কাধে হাত লাগিয়ে আমার সাথে কথা বলার জন্য অনুমতি চায়। আমি কথা বলার অনুমতি দিলে তার কাছে ব্যাগের মধ্যে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল রয়েছে। যাহা ২ লক্ষ টাকায় বিক্রি করবে বলেন তিনি। তার এখানে কিছু চিনে না বলে হেল্প চায়। সেখানে আরো দুইজন লোক যুক্ত হয় তাদের সাথে। পরে আমার হাতে একটি ব্যাগ ধরিয়ে দেয় প্রতারক চক্রটি। তখনি আমি জ্ঞান হারিয়ে তাদের কথা মতো আমার বাড়িতে যাই। বাড়ি থেকে আমার প্রায় ৩ভড়ি স্বর্ণ ও একটি মোবাইল এবং নগদ ৩ হাজার টাকা তাদের হাতে তুলে দেই। তখন প্রতারক চক্রটি আমার স্বর্ণ ও টাকাসহ মোবাইল নিয়ে উধাও হয়ে যায়। কিছুক্ষন পরে আমার জ্ঞান ফিরে আসলে তাদেরকে আর খুজে পাওয়া যায়নি। এ ঘটনায় রুজিনা বেগম বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বোরহানউদ্দিন থানার এসআই আলতাফ বলেন, অভিযোগ পেয়েছি। তবে ছবি স্পষ্ট না থাকার কারনে চিহ্নিত করতে পারছিনা। তদন্ত চলছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৮:০৬   ৪১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা



আর্কাইভ