ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডেঞ্জার জোনে চলছে ট্রলার ও স্পীড বোট

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডেঞ্জার জোনে চলছে ট্রলার ও স্পীড বোট
রবিবার, ৯ মে ২০২১



ছোটন সাহা ॥
লকডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলা-লক্ষীপুর রুটে ডেঞ্জার জোনে উত্তাল মেঘনায় অবৈধভাবে চলাচল করছে ছোট ছোট ট্রলার ও স্পীডবোট। এতে একদিকে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে করোনা সংক্রামন ছড়িয়ে পড়ার আশংকা করা হচ্ছে। প্রয়োজনের তাগিদে অনেকটা বাধ্য হয়ে যাত্রীরা যাতায়াত করলেও তাদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে ট্রলার মালিকরা। তবে একটি প্রভাবশালী মহলের মদদে এসব ট্রলার, স্পীডবোট চলছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, অবৈধ এসব নৌযান চলাচল ঠেকাতে অভিযান চলেও আড়ালে ঘাট থেকে দুরে বাঁধের পাশে যত্রতত্র সেখানে সেখান থেকে যাত্রী উঠিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। তবে লক্ষীপুর থেকে ভোলাগামী ট্রলারে সংখ্যাই বেশী বলে স্থানীয় সুত্রে জানা গেছে। নৌ-দুর্ঘটনা এড়াতে এসব নৌযান চলাচল বন্ধে কঠোর অভিযানের দাবী জানিয়েছেন স্থানীয়রা।
সূত্র জানিয়েছে, ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভোলা-লক্ষীপুর রুটের মেঘনা নদী ডেঞ্জার জোনের আওতায়। তাই এ রুটে সী-সার্ভে সনদ এবং ৬৫ ফুটের নিচে ছোট ছোট লঞ্চ বা ট্রলার চলাচল নিষিদ্ধ।

---

অন্যদিকে করোনা সংক্রমনরোধে আন্ত:জেলা যোগাযোগ বন্ধ রয়েছে। এসব কারণে ট্রলার চলাচল বন্ধ রাখার নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এ নিষেধাজ্ঞা যেন মানছে না ট্রলার মালিকরা। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণভাবে এই রুটে ছোট ছোট ট্রলার দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। ট্রলার বা স্পীডবোট চলাচল ঠেকাতে প্রশাসনের অভিযান চললেও তাদের চোঁখ ফাকি দিয়ে আড়ালে চলাচল করছে এসব ট্রলার।
বিশেষ করে ভোলা-লক্ষীপুর রুটে বেপরোয়া হয়ে উঠেছে ট্রলার মালিকরা। প্রতিদিন শত শত যাত্রী পারাপার করছে তারা। প্রয়োজনের তাগিদে অনেকটা বাধ্য হয়ে যাত্রীরা যাতায়াত করলেও তাদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ১০০ টাকার ভাড়া নেয়া হয় ৪০০/৫০০ টাকা। ট্রলার যাত্রী জাহানারা অভিযোগ করে বলেন, অনেক ঝুঁকি নিয়ে আসতে বাধ্য হয়েছি, কিন্তু ভাড়া বেশী আদায় করা।
জসিম বলেন, আমাদের জিম্মি করে বেশী ভাড়া নিচ্ছে ট্রলার মালিকরা, দেখার যেন কেউ নেই। জামাল উদ্দিন বলেন, লঞ্চ চলাচল বন্ধ থাকার সুযোগ নিচ্ছে ট্রলারগুলো। উত্তাল মেঘনায় যাত্রীদের উঠিয়ে পারাপার করছে, এতে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।
এদিকে উত্তাল নদীতে ছোট এসব ট্রলারে গাদাগাদি করে গড়ে ৫০/৬০জন যাত্রী পরিবহনের কারণে কেউ মানছে না স্বাস্থ্যবিধি বা সামাজিক দুরত্ব। এতে ঝুঁকি রয়েছে করোনা সংক্রমনের।
অবৈধ ট্রলার চলাচল বন্ধে অভিযান চলছে বলে জানিয়েছে, ভোলা নৌ অফিসার ইনচার্জ সুজন চন্দ্র পাল। তিনি বলেন, ইতোমধ্যে আমরা অভিযা চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছি। ভ্রাম্যমান আদালতে তাদের জরিমানা করা হয়েছে। তারপরেও কিছু ট্রলার অভিযানের আড়ালে চলছে, আমরা তাদের ধরতে কঠোর অভিযান চালাচ্ছি।
ভোলা বিআইডব্লিটিএ সহকারি পরিচালক মোঃ কামরুজ্জামান বলেন, ভোলা-লক্ষীপুর রুট ডেঞ্জার জোনের আওতায়, সেখানে ছোট ছোট ট্রলার বা স্পীড বোট চলা সম্পূর্ণ নিষিদ্ধ। সি-সার্ভে ছাড়া নৌ-যান চলার অনুমতি নেই।
এদিকে শীগ্রই অবৈধ নৌ চলাচল পুরোপুরি বন্ধ না হলে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছে ভোলাবাসী।

বাংলাদেশ সময়: ০:০৬:৪২   ৬৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা



আর্কাইভ