চরফ্যাশনে গাছে বেধেঁ শিশু নির্যাতন, বিচার চেয়ে নিরাপত্তাহীনতায় পরিবার

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে গাছে বেধেঁ শিশু নির্যাতন, বিচার চেয়ে নিরাপত্তাহীনতায় পরিবার
রবিবার, ১১ এপ্রিল ২০২১



চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশনের চর আর কলমী গ্রামের হারুন, সিরাজ, জাহাঙির, আওলাদসহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসীর হাতে জিম্মি হয়ে পড়েছে এলাকাবাসী। ওই সন্ত্রাসী গ্রুপটি আল আমিন নামের এক শিশুকে বাসা থেকে ডেকে নিয়ে গাছে বেধেঁ নির্মম নির্যাতন করে তার মায়ের কাছে এক লক্ষ টাকা মুক্তিপন দাবী করেন। এঘটনার বিচার চাওয়ায় শিশু আলামিনের পরিবারের সদস্যদের উপর কয়েক দফা হামলা করেছে। মিথ্যা মামলায় জড়ানোসহ বিভিন্ন হুমকি অব্যাহত রেখেছে। এতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন ভোক্তভোগী পরিবার। রবিবার দুপুরে নির্যাতিত শিশু আল আমিনের বড় ভাই বিজেবি সদস্য দুলাল সংবাদ সম্মেলন এসব অভিযোগ করেন। এ সময় দুলালের পিতা, মাতা, স্ত্রী, ছোট ভাইসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

---

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিজিবি সদস্য দুলাল বলেন, উপজেলার নজরুল নগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের চর আর কলমী গ্রামের মো. হারুন, সিরাজ বেপারী, জাহাঙ্গীর, আওলাদ সম্প্রতি বাসা থেকে তার স্কুল পড়–য়া ছোট ভাই শিশু আল আমিন (১২) কে ডেকে নিয়ে শুপারি গাছের সাথে হাতপা বেধেঁ নির্মম নির্যাতন করে তার মায়ের কাছে এক লক্ষ টাকা মুক্তিপনের চাদাঁ দাবী করে। খরব পেয়ে দক্ষিণ আইচা থানা পুলিশ আল আমিনকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। মুক্তিপনের টাকা না পেয়ে ওই ঘটনার ৪দিন পর আল আমিনের বড় ভাই ইমনকে বজলু বাজারে জনসমুক্ষে মারধর করে। এর বিচার ও প্রতিকার চেয়ে দক্ষিণ আইচা থানায় জিডি ও ভোলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আল আমিনের মা নাজমা বেগম বাদী হয়ে মামলা করেন। এতে বিবাদীরা আরো ক্ষুব্দ হয়ে আল আমিনের মা নাজমা বেগম, বাবা সামসুদ্দিন চৌধুরী, নানা সামসল হককে কয়েক বার মারধর করেন। গত ৬ এপ্রিল সন্ধায় বজলু বাজারে শিশু আল আমিনকে আরেক দফা পিটিয়ে আহত করেন সন্ত্রাসীরা। এদিকে দুলাল  কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে এলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো চেষ্টাসহ বিভিন্ন হুমকি অব্যাহত রেখেছে। সন্ত্রাসীদের দফায় দফায় হামলা ও হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বিজেবি সদস্য দুলালসহ পরিবাবের সদস্যরা। দুলাল পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবী করেছেন।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৪২   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা



আর্কাইভ