মনপুরায় বাবুল বাহিনীর তা-ব ॥ মৎস্য শ্রমিককে পিটিয়ে জখম ॥ মামলা দিলে প্রাণনাশের হুমকি

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় বাবুল বাহিনীর তা-ব ॥ মৎস্য শ্রমিককে পিটিয়ে জখম ॥ মামলা দিলে প্রাণনাশের হুমকি
বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১



স্টাফ রিপোর্টার ॥
কোস্ট গার্ড বাহিনীকে খবর দিয়েছে সন্দেহে ভোলার মনপুরায় মাছের আড়ৎ শ্রমিককে আলাউদ্দিনকে এলোপাথারী পিটিয়ে জখম করেছে সন্ত্রাসী বাবুল মাতাব্বর বাহিনী। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) রাত ৮টায় মনপুরা উপজেলার হাজিরহাট মাছ ঘাটে এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত আলাউদ্দিনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আলাউদ্দিনের স্ত্রী বাদী হয়ে মনপুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

---

আহতের সূত্রে জানা গেছে, মনপুরা উপজেলার হাজিরহাট মাছ ঘাটের আড়ৎদার আঃ মতিন হাজির আড়ৎতের মৎস্য শ্রমিককে মোঃ আলাউদ্দিন রাত ৮টায় মাছ ডাক উঠানোর জন্য ঘাটে অবস্থান করেছিলেন। এসময় ওই ঘাটের আরেক আড়ৎদার মোঃ বাবুল মাতাব্বরের নেতৃত্বে তার ভাই সন্ত্রাসী মিজান মাতাব্বর, সামাদ মাতাব্বর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আলাউদ্দিনকে এলোপাথারী মারধর শুরু করে। সন্ত্রাসী মিজান গংদের হামলার এক পর্যায়ে আলাউদ্দিন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হামলাকারী মিজান ও সামাদ আলাউদ্দিনের সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আড়ৎদার মতিন হাজির ছোট ভাই মোঃ মনির খবর পেয়ে ঘটনাস্থলে এসে আলাউদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করে। আলাউদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আলাউদ্দিনের স্ত্রী বাদী হয়ে মনপুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। এদিকে বাবুল মাতাব্বরের শ্বশুর আবু মেম্বার আলাউদ্দিন ও তার পরিবারকে মামলা না দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে এবং মামলা দিলে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা।
আহত আলাউদ্দিন বলেন, আমি মঙ্গলবার রাত ৮টার মতিন হাজির আড়তে মাছ ডাক উঠানোর জন্য কাজ করছিলাম। এসময় একই ঘাটের আড়ৎদার বাবুল মাতাব্বরের ছোট ভাই সন্ত্রাসী মিজান মাতাব্বর, সামাদ মাতাব্বর দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে উত্তেজিত হয়ে আমাকে বলে আমরা ট্রলারে করে জাটকি ইলিশ পাঠিয়েছি কোস্ট গার্ডকে এ খবর দিয়েছিস কেনো। তখন মিজানদের উদ্দেশ্যে আমি বলি কোস্ট গার্ডকে কোন খবর দেইনি। মিজান ও সামাদ আমার কথা বিশ্বাস না করে এলোপাথারী মারধর করতে শুরু করে। এসময় তারা আমার সাথে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে মতিন হাজির ছোট ভাই মনির আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমি এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ  ব্যাপারে অভিযুক্ত আড়ৎ মালিক মোঃ বাবুল মাতাব্বর বলেন, আমি মাছ কিনে ট্রলার যোগে মোকামে পাঠাচ্ছি এই খবর আলাউদ্দিন কোস্ট গার্ডকে জানিয়েছে। কোস্ট গার্ড আমার আড়তে এসে অল্পের জন্য মাছের ট্রলার পায়নি। কোস্ট গার্ডকে এই তথ্য দেয়ায় আমি আলাউদ্দিনকে ২/৩টি থাপ্পর দিয়েছি। আলাউদ্দিন আমার গদিতে কাজ করার সময় ঢাকা ও ঘাটে মাছ বিক্রি করে ৮ লাখ টাকা আত্মসাত করেছে। সে আমার গদিতে কাজ করেছে, এখন অন্য গদিতে কাজ করছে। আমি মাছ মোকামে পাঠালে সাংবাদিক, কোস্ট গার্ড, মৎস্য অফিসকে তথ্য দেয়।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৪০   ৪৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা



আর্কাইভ