উদ্বোধনের অপেক্ষায় ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল

প্রচ্ছদ » জেলা » উদ্বোধনের অপেক্ষায় ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল
রবিবার, ৪ আগস্ট ২০১৯



---

ছোটন সাহা ॥

সকল জল্পনা-কল্পনা আর অপেক্ষার অবসার ঘটিয়ে অবশেষে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। চলতি বছরের সেপ্টেম্বর মাসের যে কোন সময়ের উদ্বোধন হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এটি চালু হলেই জেলার ২০ লাখ মানুষ চিকিৎসা সেবা পাবেন এবং উন্নত চিকিৎসার জন্য তাদের আর ঢাকা-বরিশাল যেতে হবে না। নিজ জেলাতেই পাবের আধুনিক চিকিৎসার সুযোগ সুবিধা।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, দ্বীপজেলা ভোলার মানুষের উন্নত চিকিৎসা সেবার কথা বিবেচনা করে সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমদ এর একান্ত প্রচেষ্টায় ভোলাতে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের অনুমোদন হয়। এরপর সদর হাসপাতাল চত্বরের ১৪ একর জমির উপর ২০১৪ সালের দিকে ৪৪ কোটি ৮০ লাখ টাকা ব্যায়ে ৭তলা বিশিষ্ঠ আত্যাধুনিক ভবনের নির্মানের কাজ শুরু হয়। ইতোমধ্যে ভবন নির্মানের শতভাগ কাজ শেষ হয়ে গেছে। এটি এখন উদ্বোধনের জন্য প্রস্তুত।

সূত্র জানিয়েছে, হাসপাতালে রয়েছে লিপ্ট সুবিধা। জরুরী রোগী আনা-নেয়ার জন্য ২টি এ্যাম্বুলেন্স থাকবে। এছাড়াও ৫৮ জন চিকিৎসক এবং ৮০জন নার্সের পদ সৃষ্ট করা হবে। ২টি মেডিসিন, ২টি সার্জারী, একটি অর্থডেকিস, একটি নাক, কান ও গলা, একটি শিশু ও একটি স্কেনো, একটি গাইনী, একটি পোস্ট অপারেটিভ, একটি ডায়রিয়া ও একটি কার্ডিওলজি বিভাগ থাকবে।

হাসপাতালে নিজস্ব জেনারেট ও বিদ্যুতের ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতালে গাইনি, জেনারেল সার্জারী, অর্থপেডিকস, চক্ষু ও নাক, কান গলার অপারেশনের ব্যবস্থা রয়েছে।

জানা গেছে, ২০ লাখ মানুষের জন্য একমাত্র ভরসা ছিলো ১০০ শয্যার ভোলা সদর হাসপাতাল। কিন্তু সেখানে চিকিৎসার নার্সের সংকট লেগেই থাকতো। এছাড়া নানা জটিলতা ও আধুনিক সরঞ্জাম না থাকায় সব ধরনের চিকিৎসা দেয়া সম্ভব হতো না সেখানে। তাই উন্নত চিকিৎসার জন্য বরিশাল কিংবা ঢাকায় যেতো হয় রোগীদের।

এতে একদিকে যেমন ভোগান্তি অন্যদিকে নানা বিরম্বনায় পড়তে হতো রোগীদের। কিন্তু এখন আর মানুষকে চিকিৎসা সেবা নিয়ে দুশ্চিন্তায় পরতে হবে না।

২৫০ শয্যার জেনারেল হাসপাতাল চালু হলেই খুব সহজেই দুর-দুরান্তের রোগীরা চিকিৎসা নিতে হবে। এটি এখন ভোলার মানুষের ভরসাস্থলে পরিনত হবে।

ভোলার সিভিল সার্জন ডা: রথীন্দ্র নাথ মজুমদার জানান, প্রশাসনির অনুমোদন হলেই জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এরপরেই উদ্বোধনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ২৫০ শয্যার জেনালে হাসপাতালের কার্যক্রম। তিনি বলেন, দু’এক মাসের মধ্যে হাসপাতালের কার্যক্রম শুরু হবে এটা মোটামুটি নিশ্চিত।

বাংলাদেশ সময়: ০:৪৭:৫২   ৮৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
আপনাদের আমানত ভাল পাত্রে জমা রাখবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ মিয়া
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার



আর্কাইভ