ভোলায় উৎসবমুখর পরিবেশে সুর্যপূজা উদযাপিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় উৎসবমুখর পরিবেশে সুর্যপূজা উদযাপিত
বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯



---
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নানা আয়োজনে উদযাপিত হয়েছে সুর্য পূজা। মঙ্গলবার (১২ জানুয়ারী) সুর্য্যদয়ের পুর্বে শহরের চরনোয়াবাদ ভক্তবাড়িসহ বেশ কয়েকটি মন্দির ও বাড়িতে সার্বজনীন এ পুজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং তা চলে সুর্যাস্ত পর্যন্ত।
সনাতন ধর্মালম্বী পুর্নার্থীরা দিনভর জলন্ত ধুপতি হাতে নিয়ে দাঁড়িয়ে সুর্য্যদেবের প্রার্থনা করতে থাকেন। প্রার্থনার মাধ্যমে সুর্য দোবতাকে সন্তুষ্ট করার লক্ষ্যে প্রতি বছর মাঘ মাসের সপ্তমী তিথির এ পুজা অনুষ্ঠিত হয়ে আসছে বলে আয়োজকরা জানিয়েছে।
ঢাক, ঢোল ও শঙ্খের ধ্বনিতে সকাল, দুপুর এবং সন্ধায় তিন দফায় পুজার আনুষ্ঠানিকতা চলে। এ সময় পুর্নার্থীরা সাতপাক করে মন্ডবের চারদিকে ঘুরেন এবং সুর্যদেবের স্মরনে ধ্বনি উচ্চারন করেন। সন্ধায় পর প্রসাদ গ্রহন করেন পুনার্থরা। এর আগে ভোরে ¯œান করে বিশেষ প্রার্থনা করেন অংশগ্রহণকারীরা। পরে পুজাস্থলে দাঁড়িয়ে প্রার্থনা করেন। বিভিন্ন বয়সের নারী-পুরুষ এতে অংশগ্রহন করে।
পুর্নার্থীরা জানিয়েছেন, ভক্তি সহকারে  প্রার্থনার মাধ্যমে সুর্য দোবতাকে সন্তুষ্ট করতে পারলে মনের বাসনা পুরন হয়। তাই মনের বাসনা পুরনে প্রতিবছরে মাঘ মাসের সপ্তমী তিথিতে এ পুজা অনুষ্টিত হয়।
ভোলা শহরের চরনোয়াবাদ ভক্ত বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে সার্বজনিন আয়োজনে সুর্য্য পুজা অনুষ্ঠিত হতে দেখা গেছে। পূজাকে ঘিরে সেখানে শত শত পুর্নার্থী অংশগ্রহন করেন। দুর দুরান্ত থেকে আসা দর্শনার্থীরাও সেখানে ভীড় জমাচ্ছেন।
এছাড়াও দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, মনপুরা, লালমোহন ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায় নানা আয়োজনে পুজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৩৭   ১১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
ভোলায় তৃষ্ণার্ত পথচারীদের মাঝে নিজাম হাসিনা ফাউন্ডেশনের খাবার পানি বিতরণ
ভোলায় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ১
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস-পলাশ এর মতবিনিময় সভা
ভোলায় অন্যের ভোগদখলীয় জমির গাছ কেটে দখলের চেষ্টা



আর্কাইভ