বোরহানউদ্দিনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা আহত-৬

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা আহত-৬
বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯



---
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিনে জমি জমা সংক্রান্ত বিরোধের যের ধরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ৬জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে পক্ষিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বাটামারা গ্রাম। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মুক্তিযোদ্ধা পরিবার জানায়, তাদের ক্রয়কৃত জমি নিয়ে ওই এলাকার মিন্টু গদা গংদের সাথে তাদের দীর্ঘদিন থেকে জমি জমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধীয় জমি স্থানীয় সালিশ মিমাংশার মাধ্যমে তারা পায়। পরে গত রবিবার তারা সকাল থেকে ওই জমিতে ঘর উত্তলোন করতে থাকে। রাতে ঘরের কাজ চলার সময় তাদের প্রতিপক্ষ মিন্টু, মফিজল, নুরুলইসলাম, তৈয়ব, মামুন, ইলিয়াছ, রুহুল আমিন, নুরুল আলম, ফকরুল, ইউছুফ সহ অজ্ঞাতরা হঠাৎ করে তাদের উপর হামলা চালায়। মিন্টু  গদা গংদের হামলায় শহীদ মুক্তিযোদ্ধার ছেলে রহমান মেম্বার, রুবেল সহ ৬জন আহত হয়। এ সময় মুক্তিযোদ্ধ পরিবারকে বাচাতে এসে হামলায় আহত হয় ইউপি যুবলীগ সম্পাদক নাজিমুদ্দিন। রহমান মেম্বার ও রুবেলের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করায়। বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে মিন্টু গদা গংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের এলাকায় পাওয়া যায়নি।
বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক জ্ঞান কুমার জানান, রাতে হামলার পর মুক্তিযোদ্ধার নাতি রুবেল কে মিন্টু গদা গংরা আটক করে রাখে। সকালে অভিযোগ পেয়ে তাকে মিন্টু গদাদের বাড়ী থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় মুক্তিযোদ্ধর ছেলের স্ত্রী ইয়ানুর বেগম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৫৩   ৫২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ওমরাহ পাঠানোর নামে হাজী কামালের প্রতারণা
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
লালমোহনে জমি দখলের জন্য মালিকের উপর হামলার অভিযোগ
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
সৎ মায়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলনের অভিযোগ



আর্কাইভ