নিষেধাজ্ঞা কাটিয়ে ইলিশ শিকারে ভোলার জেলেরা, ইলিশ পেয়ে খুশি

প্রচ্ছদ » অর্থনীতি » নিষেধাজ্ঞা কাটিয়ে ইলিশ শিকারে ভোলার জেলেরা, ইলিশ পেয়ে খুশি
মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮



---
ছোটন সাহা ॥

২২ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে ইলিশ শিকারে নদীতে নেমে পড়েছেন ভোলার জেলেরা। সোমবার (২৯ অক্টোবর) ভোর থেকেই তারা জাল, নৌকা ও ট্রলারসহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে নতুন উদ্যোমে ইলিশ শিকারের উৎসবে মেতে উঠেছেন। মাছ ধরাকে কেন্দ্র করে জেলেদের মুখে হাসি ফুটেছে। জেলেদের হাকডাকে মুখরিত হয়ে উঠেছে মৎস্য আড়ৎগুলোও।
জেলেরা জানান, ইলিশ শিকারের প্রথম দিনেই জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়তে শুরু করেছে। এতে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা।
তুলাতলী এলাকার জেলে বশির মাঝি জানান, প্রথমদিন নদীতে ইলিশ শিকারে গিয়ে ৪০ পিস মাছ পেয়েছি, আড়তে ৫ হাজার টাকা বিক্রি করেছি। মৌসুমের প্রথমে সংকট থাকালেও এখন মনে হচ্ছে ইলিশ পড়তে শুরু করেছে।
ইলিশা এলাকার সিরাজ বলেন, ২২ দিন কষ্টে দিন কেটেছে, কিন্তু প্রথমদিন নদীতে নেমেই ইলিশ পেয়ে আমরা অনেক খুশি। বশির ও সিরাজের মত একই কথা জানালেন রফিক, আলাউদ্দিন ও সালাউদ্দিনসহ অন্যরা।
ভোলার খাল এলাকার মৎস্য আড়ৎদার মোঃ আলামিন জানান, নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে, প্রথমদিন এ ঘাট থেকে ১৫ লাখ টাকার ইলিশ কেনা-বেচা হয়েছে। আগের চেয়ে মাছের আমদানি ভালো থাকায় মৎস্যজীবিরা অনেক খুশি। এভাবে চলতে থাকলে অনেকের সংকট কেটে যাবে।
সূত্র জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৭ থেকে ২৮ অক্টোবর ২২দিন ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করে মৎস্যবিভাগ। ২২ দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ৪৩২ জেলেকে কারাদন্ড দেয়া হয়।
প্রশাসনে অভিযানের মুখে ৭০ শতাংশ মাছ ডিম ছাড়াতে পেরেছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ৯৯ শতাংশ মাছ রক্ষা হয়েছে এবং ৭০ শতাংশ মাছ নিরাপদে ডিম ছেড়েছে। এ বছর আমাদের ১লাখ ২৫ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। তিনি বলেন, জেলায় ইলিশের চাহিদা ১৫/২০ হাজার মেট্রিক টন। এ চাহিদা মিটিয়ে জেলার বাইরে এক লাখ মেট্রিক টন ইলিশ ঢাকা, বরিশাল ও চাঁদপুরসহ বিভিন্ন জেলায় রপ্তানি হয়।
নিষেধাজ্ঞা শেষে প্রথমদিনে জেলেদের জালে প্রচুর পরিমানে ইলিশ ধরা পড়ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৩৩   ১০৬৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


‘নকশী কাঁথা’ সেলাই করে ঘুরে দাঁড়ালেন ভোলার আমেনা খানম
ভোলায় ওমানিয়ান টুপি সেলাই প্রশিক্ষনের সার্টিফিকেট বিতরন
ভোলায় প্রাণীসম্পদ প্রদর্শনী ও উদ্যোক্তাদের মেলা অনুষ্ঠিত
ভোলায় অনুষ্ঠিত হলো প্রাণী প্রদর্শনী মেলা
চরফ্যাশনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী
বোরহানউদ্দিনে ফুটপাতে ঈদের জমজমাট কেনাকাটা
পথে পথে চাঁদাবাজি, ভোলার তরমুজচাষি ও ব্যবসায়ীরা বিপাকে
ভোলায় ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সম্মেলনে রূপালী ব্যাংক পিএলসিকে সর্ব শীর্ষে নিয়ে যাবার অঙ্গীকার
ভেজাল মসলা তৈরি: ভোলায় ২ কারখানাকে জরিমানা
ভোলায় বেড়েছে আলু ও কাঁচা মরিচের দাম



আর্কাইভ