টাকা নিয়ে প্রতারণা, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » টাকা নিয়ে প্রতারণা, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রবিবার, ২১ এপ্রিল ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

টাকা নিয়ে প্রতারণার অভিযোগে ভোলায় এক প্রতারকের নামে মামলা করেন ভুক্তভোগীরা। আদালতে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর ওই প্রতারকের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদ-ের রায় দেন আদালত। এরপর ঢাকার গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওই প্রতারকের নাম আবু আব্দুল্লাহ। সে ভোলা জেলার পৌর ৪নং ওয়ার্ড আলিয়া মাদ্রাসা সড়কের আবুল হাসেম মাস্টারের ছেলে। যাঁর মামলা নম্বর ৩১৫/১৮ সি আর-৪০৫/১৮।

আসামিকে এনআইএক্টে ১৩৮ ধারার অভিযোগে দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদ- এবং৭ লক্ষ টাকা অর্থদ-ে দ-িত করা হয়।

রায়ের পর থেকেই আসামি ভোলা ছেড়ে ঢাকাতে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন। এরপর র‌্যাব-১ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ভুক্তভোগীদের অভিযোগ, আবু আবদুল্লাহ তার বিবাহিত বোনদের ও আত্মীয়-স্বজনের কাছ থেকে সুকৌশলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন যাব প্রতারণা করে যাচ্ছে। ভোলা এবং ঢাকায় তার নামে অসংখ্য মামলা রয়েছে। আটক এর খবর শুনে অন্যান্য পানাদারা থানায় ভিড় করে।

আসামি মেজো বোনের দেবর বলেন, আমাদের পরিবার থেকে প্রায় ১ কোটি টাকার উপরে সে নিয়েছে বিভিন্ন ব্যবসা এবং জমি দেওয়ার কথা বলে।

সাভারের বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, তাকে দেখে অনেক ভালই মনে হয় সেই লেবাস দিয়ে মানুষের মন জয় করে সাভার এরিয়া থেকে বিভিন্ন জনের কাছ থেকে তার জানামতে দেড় কোটি টাকার উপরে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে জমি এবং ব্যবসা দেওয়ার কথা বলে।

কয়েকজন পাওনাদা তার নামে মামলা করেছে। বাকিরা তাকে খুঁজছে। ঢাকাতে সে একাধিক বিবাহ করেছে প্রত্যেক স্ত্রীর ঘরে তার সন্তান রয়েছে।

এ বিষয়ে পরিবারের সাথে কথা বলতে চাইলে তারা বলেন, আব্দুল্লাহ আমাদের মান সমান নষ্ট করে ফেলেছে বিভিন্ন মানুষ আমাদের বাসায় আসে টাকার জন্য সে এখানে থাকে না ঢাকায় থাকে। আমরা এ বিষয়ে কিছুই জানি না।

ভোলা সদর থানার উপপরিদর্শক এসআই নাজির জানান, শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৪৫:৩৬   ৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


পশ্চিম ইলিশায় অন্যের কবরস্থানে জেলা পরিষদের নেমপ্লেট লাগিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা : বাধা দেয়ায় ১জনকে পিটিয়ে জখম
মিথ্যা মামলা থেকে অব্যাহতির দৌলতখানে দাবিতে মানববন্ধন
মনপুরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই জেলে ট্রলার ও জাল, ১০ লাখ টাকার ক্ষতি
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
তজুমদ্দিনে রাস্তা চওড়া করার নামে কাটা হবে ৮৫৬টি গাছ, সাধারণ মানুষের ক্ষোভ
ইডেন ছাত্রীর বিয়ের দাবীতে মিথ্যা অপপ্রচার থেকে মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন
সাময়িক বরখাস্ত হলেন বিএমইটি ভোলার সহকারী পরিচালক মোশাররফ হোসেন
মাদ্রাসাছাত্রীকে তালাবন্ধ করে পরিবারসহ প্রেমিক লাপাত্তা
বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি
জমিজমা বিরোধ কেন্দ্র করে ভাই ও ভাইর স্ত্রীর উপর হামালার অভিযোগ কমিশনার কবিরের বিরুদ্ধে



আর্কাইভ