বিয়ে বাড়িতে খাবার নষ্ট না করতে বলায় লঙ্কাকা-!

প্রচ্ছদ » অপরাধ » বিয়ে বাড়িতে খাবার নষ্ট না করতে বলায় লঙ্কাকা-!
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪



---

লালমোহন প্রতিনিধি ॥

বরের বাড়িতে বিয়ের নিমন্ত্রণে এসেছে কনেপক্ষ। এ সময় খেতে বসে অতিরিক্ত খাবার নিয়ে নষ্ট না করার অনুরোধ করেন খাবার পরিবেশনকারী। এতেই দেখা দেয় বিপত্তি, ক্ষিপ্ত হয়ে পরিবেশনকারীকে চড় মারেন কনের দুলাভাই। পরে কনের দুলাভাইকেও বেধম পিটুনি দেন বরপক্ষের লোকজন। এমনই লঙ্কাকা- ঘটেছে ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বেড়িরমাথা এলাকায়।

ঘটনা নিয়ে বর-কনেপক্ষের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বেড়িরমাথা এলাকার মৃত মোহাম্মদ মোস্তফার ছেলে আল-আমিনের সঙ্গে পশ্চিম চরউমেদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী গ্রামের বাসিন্দা নান্নু মাঝির কন্যার বিয়ে হয়। রোববার কনের বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিল বরপক্ষ। এরপর সোমবার দুপুরে বরপক্ষের বাড়িতে নিমন্ত্রণে আসেন কনেপক্ষ। এ সময় অতিথিদের মাঝে খাবার পরিবেশনকালে প্রয়োজনের অতিরিক্ত খাবার নিয়ে নষ্ট না করতে অনুরোধ করা হয়। যার জন্য আচরণ খারাপ করেন কনের দুলাভাই শাকিল। এতে বাধা দিলে খাবার পরিবেশনের দায়িত্বে থাকা বরের ফুফাতো ভাইকে চড় মারেন শাকিল। এ ঘটনায় হট্টগোলের সৃষ্টি হয়। তছনছ হয়ে যায় খাবারসহ আসবাবপত্র। এ ঘটনাকে কেন্দ্র করে বরপক্ষের লোকজন মিলে কনের দুলাভাই শাকিলকে দেন বেধম পিটুনি।

বরের চাচা আবুল হোসেন বলেন, কনের দুলাভাই শাকিলকে দুই চামচ মাংস দেওয়ার পরও তিনি আরো মাংস চান। এ সময় অতিরিক্ত মাংস নিয়ে নষ্ট না করার অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে খাবার পরিবেশনকারীর গালে চড় মারেন। পরে দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়।

তবে কনের মামা কামাল জানান, দুই পক্ষের মধ্যে একটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন।

এ ঘটনা নিয়ে ফরাজগঞ্জ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার জাহিদ পারভেজ বলেন, বিয়ে বাড়িতে হট্টগোলের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করেছি। পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলে দুই পক্ষকে নিয়ে বসে ঘটনার সুষ্ঠু ফয়সালা করা হবে।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম জানান, এ ধরনের কোনো ঘটনা আমাদের জানা নেই। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২:১৭:০৪   ১৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


তজুমদ্দিনের পল্লীতে বসত ঘরে চুরির পর আগুন
মনপুরায় বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের ত্রিমুখী সংঘর্ষে আহত-১৫
খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ জনতার হাতে ৩ জন আটক
ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, পলাতক স্বামীসহ পরিবার
বাপ্তায় বাসুরের বিরুদ্ধে দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বোরহানউদ্দিনে যুবলীগ সভাপতির বিরুদ্ধে মাদ্রাসার সাইনবোর্ড ভাংচুরের অভিযোগ
মনপুরায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ছাত্রদল নেতার জানাজা শেষে দাফন
ডেলিভারি করানোর সময় প্রসূতির ওপর নির্যাতন, নবজাতকের মৃত্যু
বাথরুমে ডেকে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ
মনপুায় বাঁধে নিম্নমানের বালু ব্যবহারের প্রতিবাদ করায় হামলা, ছাত্রদল নেতা নিহত



আর্কাইভ