শনিবার, ১১ মে ২০২৪

দিলরূবা জ্যাসমিনের উপন্যাস “তবুও ছুঁয়ে যায়”- এর মোড়ক উন্মোচন

প্রচ্ছদ » ভোলা সদর » দিলরূবা জ্যাসমিনের উপন্যাস “তবুও ছুঁয়ে যায়”- এর মোড়ক উন্মোচন
শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট ॥

বাংলা একাডেমির ২১শে বই মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে দিলরূবা জ্যাসমিনের উপন্যাস “তবুও ছুঁয়ে যায়”-এর মোড়ক উন্মোচিত হয়েছে। মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট প্রাবন্ধিক, লেখক, কবি জনাব শাহ্ সিদ্দিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। “তবুও ছুঁয়ে যায়” এটি দিলরূবা জ্যাসমিনের চৌদ্দতম গ্রন্থ।

তাঁর অন্যান্য গ্রন্থসমূহ হচ্ছে যথাμমে কাব্যগ্রন্থ- সুখেরা আমার দুঃখেরা আমার, যায় দিন একাকি, বিকেলে ভোরের ফুল, নির্বাচিত কবিতা ত্রয়ী, শ্রাবণ সন্ধ্যা, জোনাকি দুপুর, জলজোছনা; প্রবন্ধগ্রন্থ- অন্বেষা; গল্পগ্রন্থ- আকাশলীনা; অনুগল্পগ্রন্থ- নিসর্গ বিলাস; পত্রকথা বা, পত্রপোন্যাস- পদ্ম পাতায় শিশির, নীল জোছনায় কালো গোলাপ; স্মৃতিকথা- রোদেলা।

বাংলাদেশ সময়: ২২:১৫:৫৩   ২০৮ বার পঠিত