দৌলতখান খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখান খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার দৌলতখানে সরকারি খাদ্যগুদাম থেকে চাল কম দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ তদন্তে ঝালকাঠি জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: নাজমুল হোসাইনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধূরী। কমিটিকে জরুরী ভিত্তিত্বে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গত ৩০ ডিসেম্বর দৌলতখান উপজেলার পাঁচজন চেয়ারম্যান জেলেদের চাল কম দেয়ার অভিযোগে বরিশাল অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) উপজেলা খাদ্য গুদামে বিষয়টি তদন্ত করতে আসেন ঝালকাটি জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: নাজমুল হোসাইন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। এবিষয়ে বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী জানান, পরিমানে চাল কম দেয়ার একটি অভিযোগ পেয়েছি। এবিষয় তদন্ত করতে একটি টিম গেছে। তদন্ত রিপোর্ট প্রমাণিত হলে দাপ্তরিক যে প্রক্রিয়া আছে সেভাবে ব্যবস্থা নেয়া হবে। এদিকে এসব অভিযোগের বিষয়ে জানতে উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের ০১৭১৮০৭০৪০৬ নাম্বারে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। তাই বক্তব্য দেয়া সম্ভাব হয়নি।

বাংলাদেশ সময়: ২:০৮:০৫   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ওমরাহ পাঠানোর নামে হাজী কামালের প্রতারণা
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
লালমোহনে জমি দখলের জন্য মালিকের উপর হামলার অভিযোগ
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
সৎ মায়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলনের অভিযোগ



আর্কাইভ