চরফ্যাশনে গভীর রাতে ৫ জনকে কুপিয়ে জখম

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে গভীর রাতে ৫ জনকে কুপিয়ে জখম
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

গভীর রাতে জমি বিরোধ নিয়ে ৫জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এঘটনায় আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী উপজেলার নীলকমল ইউনিয়নের চর যমুনা গ্রামের বৃদ্ধ আবুল বাশার কান্না কন্ঠে অভিযোগ করে বলেন, ৫নং ওয়ার্ডে আমাদের দীর্ঘ ৭০বছরের ভোগদখলীয় প্রায় ৮ একর জমি রয়েছে। প্রতিবেশী আবদুল মন্নান গং ১ একর ৮শতাংশ জমি অহেতুক দাবী করে আদালতে মামলা করে। যা আদালত থেকে খারিজ হয়ে যায়। এর পরেও আমার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক মামলা ও হামলা করে আসছে মন্নান গং। গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৪টার সময় আমাদের বসত বাড়ি সংলগ্ন জমিত জোর জবর দখল করে ঘর উত্তলনের পায়তারা করে মন্নান ও তার ছেলে আবুল কাশেম। এসময় আমরা বাঁধা দিলে মন্নানের ছেলে আবুল কাশেম ও সুমনের নেতৃত্বে ১০ থেকে ১২জন একত্রিত হয়ে আমাকে ও আমার ছেলে আব্বাসউদ্দিন (৩৫) স্ত্রী সুলতানা ইয়াসমিন (৬৫) ও ইসমত আরা (৪০) আশ্রাফুল ইসলাম (২২) এবং ফাহিম (১৬)কে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে কুপিয়ে, পিটিয়ে মাথায় ও পিঠে রক্তাক্ত, নীল ফোলা জখম করে।

এসময় আমার আত্মীয় স্বজন খবর পেয়ে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হামলার অভিযোগ অস্বীকার করে আবুল কাশেম বলেন, আমরা মারধর করিনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনিপদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন দুলারহাট থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ।

বাংলাদেশ সময়: ০:৪৪:৩০   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় চাঁদাবাজীর প্রতিবাদ করায় হামলার শিকার স্থানীয় সেচ্ছাসেবক দল নেতা
জমি নিয়ে দ্বন্দ্ব, দেবরের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলায় ফেঁসে গেলেন ভাবি
চরফ্যাশনে প্রবাসীর বাড়ি নির্মাণ কাজে হয়রানির অভিযোগ
ভোলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৬
ভোলায় ২ মন নিষিদ্ধ পলিথিন, শপিং ব্যাগ জব্দ
চরসামাইয়ায় শিক্ষকের মার্কেট দখল করেছে আ’লীগ নেতা
রাজাপুরে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
পাওনা টাকা চাওয়ায় চা দোকান ব্যবসায়ীকে ছুরির আঘাত
গুলশান থেকে গ্রেফতার ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জ্যাকব
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ১৫ জন আটক



আর্কাইভ