মোঃ আওলাদ হোসেন, দৌলতখান ॥
দৌলতখানে ‘সমাজ সেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ৬৯তম জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনার মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার, উপজেলা গণস্বাস্থ্য কর্মকর্তা সমরজিৎ চন্দ্র ঘরামী, উপজেলা তথ্য কর্মকর্তা জাকিয়া আকতার, পৌরসভার প্যানেল মেয়র আমেনা বেগম ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীরা।
বাংলাদেশ সময়: ১৭:১৫:২৭ ২০৮ বার পঠিত