বিয়ের দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের ঘরে কলেজছাত্রী

প্রচ্ছদ » নারী ও শিশু » বিয়ের দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের ঘরে কলেজছাত্রী
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বসতঘরে বসে অনশন করছে কলেজছাত্রী (১৭)। এ ঘটনার পর থেকে বসতঘর ছেড়ে পালিয়েছে প্রেমিক রাজিব (১৮)। সোমবার (১৮ ডিসেম্বর) ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে সোলাইমান রাঢ়ীর বাড়িতে অনশন করছে ওই কিশোরী। প্রেমিক রাজিব সোলেমান রাঢ়ীর ছেলে।

কলেজ ছাত্রীর ভাষ্যমতে, সে ও রাজিব শশীভূষণ এলাকায় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। রাজিবের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। রাজিব তাকে বিয়ে করার আশ্বাস দেয়। কিন্তু রোববার (১৭ ডিসেম্বর) সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে দুপুর থেকে রাজিবের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে ওই কিশোরী।

ভুক্তভোগী কিশোরী আরও বলে, ‘রাজিব আমার সব কিছু শেষ করে দিয়েছে। সে বিয়ে না করলে আমি বিষপানে আত্মহত্যা করবো। এজন্য বিষের বোতল সঙ্গে নিয়ে রেখেছি।’ পলাতক থাকায় রাজিবের বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইলফোনটিও বন্ধ রয়েছে।

তবে রাজিবের মা তাসলিমা বেগম বলেন, ‘এ বিষয়ে আগে থেকে কিছুই জানতাম না। ওই মেয়ে এসে বলার পর শুনছি। ছেলে ও পরিবারের সবার সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করা হবে।’

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বিষয়টি লোকমুখে শুনেছেন। তবে কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:৩৮:২২   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


‘নকশী কাঁথা’ সেলাই করে ঘুরে দাঁড়ালেন ভোলার আমেনা খানম
ইডেনের ছাত্রীর ৫ দিন ধরে অনশন, পালিয়েছে প্রেমিক
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা
চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বিয়ের দাবিতে চরফ্যাশনে প্রেমিকের বাড়িতে ইডেন কলেজ ছাত্রীর অনশন
চরফ্যাশনে হাসপাতালে গৃহবধূর মৃত্যু সংবাদেই স্বামীসহ সবাই লাপাত্তা
নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ভোলায় নারী উদ্যোক্তাদের তিনদিনের ঈদমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ঢল
গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, চিকিৎসার অবহেলায় অভিযোগ



আর্কাইভ