
স্টাফ রিপোর্টার ॥
‘দুবাইয়ের মরুভূমি’ খ্যাত চায়না ইপিজেড মাঠ সংলগ্ন মেঘনায় ভেসে আসলো অজ্ঞাত লাশ। মঙ্গলবার (১৯ই সেপ্টেম্বর) ভোর ৫টায় জৈনক ব্যক্তি মৃত দেহটি দেখলে পুরো এলাকায় জানাজানি হয়। পরে উৎসুক জনতার ভীড় জমে লাশটি দেখতে। এক পর্যায়ে চায়না ইপিজেড মাঠ কর্তৃপক্ষ ভোলা সদর মডেল থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে ভোলা সদর মডেল থানা পুলিশ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহীন ফকিরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিবপুরের চায়না ইপিজেড মাঠে সংলগ্ন মেঘনায় ভেসে আসা অজ্ঞাত লাশটির ময়নাতদন্তের কাজ চলছে।
লাশটি আঞ্জুমান মুফিদুল ইসলাম ভোলা শাখাকে হস্তান্তর করা হয়। পরে লাশটি আঞ্জুমানের কবরস্থানে দাফন করা হয়।
বাংলাদেশ সময়: ০:১২:১৫ ৯১ বার পঠিত