
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলার ঘরে ঘরে গ্যাসের আবাসিক ও বাণিজ্যিক সংযোগ, ইন্ট্রাকোর সাথে গ্যাস বিক্রির চুক্তি বাতিল, দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভোলার গ্যাস ব্যবহার এর দাবীতে আজ ভোলায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হবে। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভোলা প্রেসক্লাব চত্বরে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন, ভোলা শাখার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হবে।
ভোলাসহ দক্ষিণাঞ্চলের মানুষের এই ন্যায্য দাবী আদায়ে দলমত নির্বিশেষে সকলকে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের আহ্বায়ন জানিয়েছেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন, কমিটির আহ্বায়ক মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী।
বাংলাদেশ সময়: ০:১৪:৩৯ ৩৪ বার পঠিত