ইয়াদ আলীর ঈদের ছুটি

প্রচ্ছদ » সাহিত্য ও সংস্কৃতি » ইয়াদ আলীর ঈদের ছুটি
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩



---

শাহী সবুর

ইয়াদআলী হাওলাদার ভোলা জেলায় বাড়ি তার

রিক্সা চালায় ঢাকা শহর থেকে,

ঈদের ছুটি বাড়ি যাবে আপনজনা কাছে পাবে

দিন কাটে তার বুকে স্বপ্ন একে ।

মিলছে এবার ঈদের ছুটি চলছে সবাই দলে জুটি

যানবাহনের টিকেটতো মেলে,

লঞ্চে ওঠে দলে দলে কেউ বা আবার বাসে চলে

অনেক জনায় যাচ্ছে বাড়ি রেলে।

যানজটের এই শহর ছাড়ি ইয়াদআলী যাচ্ছে বাড়ি

ঈদ কাটাবে আপন জনার সাথে,

করছে সকল কেনাকাটা সিমাই চিনি ময়দা আটা

সদর ঘাটে এল সন্ধ্যা রাতে ।

ভোলাগামী লঞ্চগুলিতে জায়গা নেই আর তিল তুলিতে

তবু ও সবার যেতে হবে বাড়ি,

দালালরা কয় এ কিছু নয় জলদি উঠুন লঞ্চ চলে যায়

ভরা লঞ্চে ইয়াদ দিল পাড়ি।

অতিরিক্ত যাত্রী তুলে লঞ্চ চলেছে হেলে দুলে

আকাশ গেল কালো মেঘে ছেয়ে,

ঝড় ছেড়ে দেয় গভীর রাতে লঞ্চে পানি উঠল তাতে

ডুবল সে লঞ্চ গভীর তলে যেয়ে।

হাজার কন্ঠে উঠল ধ্বনি বাঁচাও মাওলা কাদের গনি

আর্ত্মনাদে বাতাস হল ভারি,

গভীর নদীর ভরা জলে প্রাণ বাঁচাবার চেষ্টা চলে

বিফল হল সকল পুরুষ নারী।

নদী পথে দিয়ে পাড়ি ইয়াদআলী যায়নি বাড়ি

আপনজনা পথ চেয়ে তার কাঁদে,

অতিরিক্ত যাত্রী হয়ে জীবন সমালের ঝুকি লয়ে

কেউ পড়োনা দালাল দলের ফাঁদে।

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৩০   ২৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য ও সংস্কৃতি’র আরও খবর


ভোলায় দিনব্যাপী ঈদ আনন্দমেলা
দিলরূবা জ্যাসমিনের উপন্যাস “তবুও ছুঁয়ে যায়”- এর মোড়ক উন্মোচন
আজকের ভোলা প্রতিনিধি কবি নুরুল আমিনের কাব্যগ্রন্থ ‘ধান শালিকের কাব্যমালা’ প্রকাশ
দৌলতখানের কৃতি সন্তান অস্ট্রেলিয়া প্রবাসী কবি হায়াত মাহমুদ অসুস্থ ॥ সকলের দোয়া প্রার্থী
ভোলায় বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল গণজাগরনের সাংস্কৃতিক উৎসব
ফিলিস্তিন মুক্তি সংগ্রামের সাহিত্য
কারার ঐ লৌহকপাট
উপমা না বুঝলে সাহিত্য বোঝা দায়
ভোলার দুই দিনব্যাপী সাহিত্য মেলার শুরু
উপন্যাস : রীতি ও প্রকৃতি



আর্কাইভ