ভোলার গ্যাস ঢাকায় নেওয়া বিশ্বাসঘাতকতা: বাসদ

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলার গ্যাস ঢাকায় নেওয়া বিশ্বাসঘাতকতা: বাসদ
রবিবার, ২৮ মে ২০২৩



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলা গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন করা গ্যাস ঢাকায় সরবরাহের চুক্তিকে দক্ষিণাঞ্চলের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। শনিবার (২৭ মে) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এই চুক্তি বাতিলের দাবি জানিয়েছে জেলা কমিটির নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ২১ মে ইন্ট্রাকো কো¤পানির সঙ্গে সরকারের ১০ বছর মেয়াদী চুক্তি হয়েছে। যার আওতায় দ্রুতই ভোলার গ্যাস সিএনজি করে ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে সরবরাহ করা হবে। ভোলায় গ্যাস উদ্বৃত্ত থাকার কথা বলে এই চুক্তি করা হচ্ছে। অথচ বরিশালের শিল্পাঞ্চলসহ আবাসিক খাতে এখন পর্যন্ত এই গ্যাসের সংযোগ দেওয়ার উদ্যোগ নেই। অথচ ভোলার গ্যাস দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়ন দীর্ঘদিনের দাবি।

তারা আরও বলেন, এই গ্যাস দিয়ে বরিশালের কলকারখানায় ও আবাসিক খাত উন্নয়নের দাবির প্রেক্ষিতে ২০১৮ সালে প্রধানমন্ত্রী বরিশাল সমাবেশে প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি ভুলে গিয়ে বরিশালে গ্যাস সরবরাহের কোনো ব্যবস্থা না করে ঢাকার শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহের চুক্তি করা হয়েছে। এই চুক্তি দক্ষিণাঞ্চলের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এই চুক্তি দক্ষিণাঞ্চলের উন্নয়নকে বহুগুণ পিছিয়ে দেবে।

বক্তারা ইন্ট্রাকোর সঙ্গে করা চুক্তি বাতিল করে ভোলার গ্যাস বরিশাল বিভাগের কলকারখানা ও আবাসিক খাতে সরবরাহের দাবি জানান।

জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচি বক্তব্য দেন সদস্য সন্তু মিত্র, কেন্দ্রীয় সদস্য ইমাম হোসেন খোকন, মানিক হাওলাদার, দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সাংগঠনিক স¤পাদক শহিদুল ইসলামসহ নেতবৃন্দ।

 

বাংলাদেশ সময়: ০:৩৬:১১   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


‘নকশী কাঁথা’ সেলাই করে ঘুরে দাঁড়ালেন ভোলার আমেনা খানম
ভোলায় ওমানিয়ান টুপি সেলাই প্রশিক্ষনের সার্টিফিকেট বিতরন
ভোলায় প্রাণীসম্পদ প্রদর্শনী ও উদ্যোক্তাদের মেলা অনুষ্ঠিত
ভোলায় অনুষ্ঠিত হলো প্রাণী প্রদর্শনী মেলা
চরফ্যাশনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী
বোরহানউদ্দিনে ফুটপাতে ঈদের জমজমাট কেনাকাটা
পথে পথে চাঁদাবাজি, ভোলার তরমুজচাষি ও ব্যবসায়ীরা বিপাকে
ভোলায় ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সম্মেলনে রূপালী ব্যাংক পিএলসিকে সর্ব শীর্ষে নিয়ে যাবার অঙ্গীকার
ভেজাল মসলা তৈরি: ভোলায় ২ কারখানাকে জরিমানা
ভোলায় বেড়েছে আলু ও কাঁচা মরিচের দাম



আর্কাইভ