ভোলায় মসজিদের কোটি টাকার ওয়াকফ সম্পত্তি বিক্রির অভিযোগ

প্রচ্ছদ » প্রধান সংবাদ » ভোলায় মসজিদের কোটি টাকার ওয়াকফ সম্পত্তি বিক্রির অভিযোগ
বুধবার, ৫ এপ্রিল ২০২৩



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলার পশ্চিম ইলিশার খলিল পন্ডিত বাড়ির দরজায় স্থাপিত জামে মসজিদের কোটি টাকার মূল্যের ওয়াকফ সম্পত্তি গোপনে বিক্রি করে দিয়েছেন মসজিদ কমিটির সাবেক সম্পাদক আব্দুর রব মিয়া। আড়াই কোটি টাকার সম্পত্তি প্রশাসনের ওয়াকফ দফতরের (প্রশাসনের) অনুমতি না নিয়ে দাতা আব্দুর রব মিয়া সাড়ে ১২লাখ টাকায় রহিম পাটোয়ারির কাছে প্রায় আড়াই একর সম্পত্তি বিক্রি করেন। ওই মসজিদের সম্পত্তি তদারকির দায়িত্বপ্রাপ্ত মোতালী মোঃ শাহে আলম বুধবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অনিয়ম ও জালিয়াতির তথ্য তুলে ধরে সম্পত্তি উদ্ধারের দাবি জানান।

---

লিখিত বক্তব্যে শাহে আলম জানান, তিনি গত বছরের ১৯ সেপ্টেম্বর মোতালী হিসেবে দায়িত্ব নেয় হিসেব তদারকি করতে গিয়ে অনিম দেখতে পান। এ বিষেয় তিনি ওয়াকফ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলে একটি তদন্ত কমিটি তদন্ত করে ঘটনার সত্যতা পান। কিন্তু যারা নানা অনিমম ও দুর্নীতি করেছে ওই চক্র বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। অপরদিকে জমি বিক্রির ক্ষেত্রে জাল দলিল বানিয়ে মসজের বেশি সম্পত্তি হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে ক্রেতা রহিম পাটোয়ারির বিরুদ্ধে। সাবেক কমিটির সম্পাদক আব্দুর রব অবশ্য ২০১৪ সালে ২৫ শতাংশ ও ২০১৮ সালে ৬৪ শতাংশ জমি বিক্রি করার কথা স্বীকার করে জানান, ওই জমি বিক্রি করে নতুন করে  কমিটির সিদ্ধান্তে মসজিদের নামে বেশি জমি ক্রয় করা হয়েছে। মসজিদের বর্তমান কমিটির সভাপতি স্কুল শিক্ষক মোঃ কামাল হোসেন যুগান্তরকে জানান, তিনি ওই মসজিদের দায়িত্ব নেন ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে। তার দায়িত্ব নেয়ার আগে ওই সম্পত্তি বিক্রি করা হয়েছে বলে শুনেছেন। তার আমলে কোন অনিয়ম হয়নি। তবে ওয়াকফ দফতরের তদন্ত টিম আসার পর বিষয়টি নজরে আসে। ওয়াকফ বোর্ডেও সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান।

বাংলাদেশ সময়: ২৩:১৬:২১   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল



আর্কাইভ