কেউ আমাকে ভালোবাসে না, এর চেয়ে মরে যাওয়াই ভালো

প্রচ্ছদ » জেলা » কেউ আমাকে ভালোবাসে না, এর চেয়ে মরে যাওয়াই ভালো
বুধবার, ৫ এপ্রিল ২০২৩



লালমোহন প্রতিনিধি ॥
কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার সঙ্গে ভালো করে কথাও বলে না। তাই এখানে বেঁচে থেকে কী লাভ, এর চেয়ে মরে যাওয়াই ভালো’- এমন চিরকুট লিখে কাফনের কাপড় প্রস্তুত রেখে বিষপান করেছেন ভোলার লালমোহন উপজেলার এক কর্মকর্তা।
তিনি হলেন উপজেলা পরিসংখ্যান অফিসের জুনিয়র পরিসংখ্যান সহকারী (জেএসএ) মো. আরিফুর রহমান খন্দকার।
সোমবার রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। দুই বছর আগে বিয়ে করলেও ওই ভাড়া বাসায় একাই থাকতেন পরিসংখ্যান সহকারী আরিফ।

---

এ ব্যাপারে লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে জুনিয়র পরিসংখ্যান সহকারী আরিফ তার বাসার মধ্যে বিষপান করেন। এরপর বাসার মালিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে নেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন আরও বলেন, রাতেই খবর পেয়ে ওই পরিসংখ্যান সহকারীর ভাড়া বাসা পরিদর্শন করেছি। সেখান থেকে কাফনের কাপড় ও চিরকুটসহ একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। আমাদের ধারণা- বিষপানে মৃত্যুর পর দাফনের জন্য নিজেই কাফনের কাপড় কিনে রাখেন তিনি; যা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল জানান, ঘটনা শোনার পর থেকে নিয়মিত তার খোঁজখবর নিচ্ছি। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে তার পরিবারের লোকজনও রয়েছেন। এখন তার শারীরিক অবস্থা ভালো।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৫৬   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান সভা
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস-পলাশ এর মতবিনিময় সভা



আর্কাইভ