ভোলায় বর্ণাঢ্য আয়োজনে সূর্যমুখী কিন্ডার গার্ডেনে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উদযাপন

প্রচ্ছদ » জেলা » ভোলায় বর্ণাঢ্য আয়োজনে সূর্যমুখী কিন্ডার গার্ডেনে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উদযাপন
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



এইচ এম জাকির ॥
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শহরের প্রাণ কেন্দ্রের প্রাচীন ও ঐতিহ্যবাহী খুদে শিশুদের বিদ্যাপিঠ সূর্যমুখী কিন্ডারগার্ডেনে হয়ে গেলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী। এই লক্ষ্যে শুক্রবার (১৭ মার্চ) সকালে কিন্ডারগার্টেন প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রায় ৩০ পাউন্ডের কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের শুভ সূচনা। এরপর কিন্টার গার্ডেনের শিশু শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, দেশাÍবোধক গান, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা। প্রতিযোগীদের মধ্যে অধিকাংশরাই একেছে জাতীয় পতাকা, কেউ কেউ জাতীয় স্মৃতিসৌধ, কেউবা একেছে দেশের স্মৃতি বিচরিত বিভিন্ন ছবি। এরপর দেশাত্মবোধক গান, কবিতা আবৃতি ও ৭ই মার্চে দেয়া জাতির পিতার ভাষণ প্রতিযোগিতার মধ্য দিয়ে পুরো কিন্ডারগার্ডেন জুড়ে যেন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এর সাথে যোগ হয়েছে প্রতিযোগীদের সাথে আসা অভিভাবকদের মিলনমেলা।

---

অনুষ্ঠানের এক পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের অভিমত ব্যক্ত করতে গিয়ে কিন্ডারগার্টেনের পরিচালক ইমরোজ সিদ্দিকী বলেন, গেলো বছরগুলোতে মহামারি করোনার কারণে আমরা বহু ধরনের অনুষ্ঠান করা থেকে বঞ্চিত হয়েছি। তাই অনেকদিন পর হলো জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের শিশু শিক্ষার্থীদের নিয়ে আজকের এই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা সম্পর্কে শিশুদের মধ্যে জ্ঞান অর্জনের পাশাপাশি তাদেরকে বিভিন্ন ধারণা দিতে পেরেছি। শিশুরা লেখাপড়ার পাশাপাশি বাৎসরিক এসকল অনুষ্ঠানের মধ্য দিয়ে বহু কিছু শিখবে এবং জানবে। এমনকি আগামী দিনের জন্য নিজেদেরকেও তৈরি করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন, কিন্ডারগার্ডেনের শিক্ষিকা বিউটি পোদ্দার, মিনু কর্মকার, জেবুন নাহার স্বপ্নীল, খাদিজা মেহজাবীন, ওয়াহিদা কাঁকন, হাসনাহেনা বকুল, রাবেয়া বেগম লিচা, উম্মে আয়মারা চুমকি, খাদিজা বেগম, ফাতেমা তুজ জহুরা, নাসরিন, শুভ্রা, তৃষা।
পরিশেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার হিসেবে মূল্যবান বই ও রেস্ট তুলে দেন কিন্টার গার্ডেনের পরিচালক ইমরোজ সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:১১   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
আপনাদের আমানত ভাল পাত্রে জমা রাখবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ মিয়া
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার



আর্কাইভ