৪ দিনেও সরিষা খেত থেকে উদ্ধার হওয়া লাশের খোঁজ মেলেনি

প্রচ্ছদ » অপরাধ » ৪ দিনেও সরিষা খেত থেকে উদ্ধার হওয়া লাশের খোঁজ মেলেনি
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩



স্টাফ রিপোর্টার ॥
ভোলার চরফ্যাশনে চারদিনেও সরিষা খেত থেকে উদ্ধার হওয়া এক বৃদ্ধের লাশের খোঁজ মেলেনি। গত ২৪ জানুয়ারি গত ২৪ জানুয়ারি উপজেলার দক্ষিণ আইচা থানা সংলগ্ন চর মানিকা ইউনিয়নের উত্তর চর মানিকা গ্রামে অজ্ঞাত ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটির সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে লাশের কোনো পরিচয় না পাওয়ার কারণে বুধবার (২৫ জানুয়ারি) লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।
লাশ উদ্ধারের ৪ দিন অতিবাহিত হলেও ওই লাশের পরিচয় পাওয়া যাচ্ছে না। পুলিশ বলছে, লাশের পরিচয় শনাক্ত করতে তারা চেষ্টা অব্যাহত রেখেছে।
ওই বৃদ্ধের আনুমানিক বয়স ৬০ বছর। তার পরনে সাদা খয়েরি রঙের একটি লুঙ্গি ও গায়ে বেগুনি রঙের একটি সুয়েটার ছিল।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এরপর লাশের ময়নাতদন্ত শেষ হওয়ার পর লাশটি বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। তারা লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করেছে। লাশ উদ্ধারের ৪ দিন অতিবাহিত হলেও ওই লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দেশের প্রতিটি থানায় লাশের ছবি পাঠানো হয়েছে। দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া নিখোঁজ জিডিও পর্যালোচনা করে ওই লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন করার সময় লাশের মুখ থেকে বিষাক্ত গন্ধ বের হয়েছিল। পুলিশ লাশের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ১৮:১৬:৪০   ২৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


পশ্চিম ইলিশায় অন্যের কবরস্থানে জেলা পরিষদের নেমপ্লেট লাগিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা : বাধা দেয়ায় ১জনকে পিটিয়ে জখম
মিথ্যা মামলা থেকে অব্যাহতির দৌলতখানে দাবিতে মানববন্ধন
মনপুরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই জেলে ট্রলার ও জাল, ১০ লাখ টাকার ক্ষতি
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
তজুমদ্দিনে রাস্তা চওড়া করার নামে কাটা হবে ৮৫৬টি গাছ, সাধারণ মানুষের ক্ষোভ
ইডেন ছাত্রীর বিয়ের দাবীতে মিথ্যা অপপ্রচার থেকে মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন
সাময়িক বরখাস্ত হলেন বিএমইটি ভোলার সহকারী পরিচালক মোশাররফ হোসেন
মাদ্রাসাছাত্রীকে তালাবন্ধ করে পরিবারসহ প্রেমিক লাপাত্তা
বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি
জমিজমা বিরোধ কেন্দ্র করে ভাই ও ভাইর স্ত্রীর উপর হামালার অভিযোগ কমিশনার কবিরের বিরুদ্ধে



আর্কাইভ